ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ঢাবি ফুটবল টুর্নামেন্টে সাংবাদিকতা বিভাগের দাপুটে জয়

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
ঢাবি ফুটবল টুর্নামেন্টে সাংবাদিকতা বিভাগের দাপুটে জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে পপুলেশন সায়েন্স বিভাগকে ৩-১ গোলে পেছনে ফেলে জয় ছিনিয়ে নিয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।

সোমবার (৩১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।



নকআউট ভিত্তিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে তারা দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হলো।

দুই বিভাগের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতিতে টানটান উত্তেজনাকর এ ম্যাচে প্রথমার্ধেই জাহিদের গোলে এগিয়ে যায় সাংবাদিকতা বিভাগ। এরপর দ্বিতীয়ার্ধে পপুলেশন সায়েন্স বিভাগ একটি গোল পরিশোধ করতে পারলেও সাংবাদিকতা বিভাগের আলিজাঁ ও জাহিদের করা আরও দু’টি গোল হজম করতে হয়
তাদের। ফলে ৩-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে সাংবাদিকতা বিভাগ।

বাংলাদেশ সময়: ০৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এসএ/এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।