ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

নিউ জার্সিতে ব্রাজিলের অনুশীলন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৫
নিউ জার্সিতে ব্রাজিলের অনুশীলন ছবি: সংগৃহীত

ঢাকা: দুটি প্রীতি ম্যাচ সামনে রেখে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে ব্রাজিল। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) নিউ জার্সির রেড বুল অ্যারেনায় কঠোর অনুশীলন করে সেলেকাওরা।

গত সপ্তাহের শেষদিকে ২৪ জনের ঘোষিত স্কোয়াডের বেশিরভাগ খেলোয়াড়ই আমেরিকায় পৌঁছায়।

০৫ সেপ্টেম্বর নিউজার্সিতে কোস্টারিকার মুখোমুখি হবে ব্রাজিল। আর ফক্সবোরোতে  ০৯ সেপ্টেম্বর স্বাগতিক যুক্তরাষ্টের বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা।

কাউন্টার অ্যাটাক, শর্ট পাস ও দ্রুতগতির পাসিং ফুটবল কৌশলে গুরুত্ব দেন কোচ কার্লোস দুঙ্গা। এছাড়াও আটজন করে দুই দলে বিভক্ত হয়ে একটি ওয়ার্ম আপ ম্যাচও অনুষ্ঠিত হয়।

নেইমার, ফিলিপ্পে কুতিনহো, ডগলাস কস্তা, রবার্তো ফিরমিনো, কাকা, রাফিনহা, উইলিয়ান ও হাল্ক একটি দলের হয়ে খেলেন। আর অন্য দলের সবাই ডিফেন্সিভ খেলোয়াড়। ডেভিড লুইজ, ডগলাস কস্তা, ফ্যাবিনহো ও লুকাস মৌরা এ ম্যাচে অংশ না নিয়ে ফিটনেস অনুশীলন করেন।

গোলরক্ষক কোচ টাফারেলের সঙ্গে আলাদা অনুশীলন করেন জেফারসন, অ্যালিসন ও মার্সেলো গ্রহি।

এদিকে, দুই মিডফিল্ডার লুকাস লিমা, ইলিয়াস ও ডিফেন্ডার মিরান্ডা এখনো যুক্তরাষ্ট্রে পৌঁছাননি। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) তাদের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।