ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

তৃতীয় রাউন্ডে মারে-ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
তৃতীয় রাউন্ডে মারে-ফেদেরার

ঢাকা: দাপুটে জয়ে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার। তবে ব্রিটেনের এক নম্বর তারকা অ্যান্ডি মারে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডের বাধা পার করেন।



বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের আর্থার অ্যাশ টেনিস স্টেডিয়ামে  ফেদেরারের সামনে দাঁড়াতেই পারেননি বেলজিয়ামের স্টিভ ডারচিস। সুইস তারকা ৬-১, ৬-২ ও ৬-১ গেমে তিন সেট জিতে নেন। ম্যাচের ব্যাপ্তি মাত্র ৮০ মিনিট।

অপর ম্যাচে প্রথম দুই সেটেই হেরে বসেন র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকা মারে। তবে ফ্ল্যাশিং মিডোতে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোর বিপক্ষে পরের তিন সেটেই ঘুরে দাঁড়ান। ৫-৭, ৬-৪, ৬-১, ৬-৩ ও ৬-১ গেমে খেলার নিষ্পত্তি ঘটে। এ নিয়ে ক্যারিয়ারে অষ্টমবারের মতো প্রথম দুই সেট হেরেও জয় নিশ্চিত করেন মারে।

এদিকে, নারী এককের দ্বিতীয় রাউন্ডে অঘটনের শিকার হয়েছেন সাবেক এক নম্বর তারকা ক্যারোলিন ওজনিয়াকি। র‌্যাংকিংয়ের ১৪৯ নম্বরে থাকা চেক প্রজাতন্ত্রের পেত্রা কেটকোভস্কার বিপক্ষে তিনি ৬-৪, ৫-৭, ৭-৬ (৭-১) গেমে হেরে বিদায় নেন।

তৃতীয় রাউন্ডে জার্মানির ফিলিপ কোলস্রেইবারের মুখোমুখি হবেন ফেদেরার। অন্যদিকে, ব্রাজিলিয়ান থমাস বেলুচ্চির বিপক্ষে কোর্টে নামবেন মারে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।