ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় রাউন্ডে মারে, ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
দ্বিতীয় রাউন্ডে মারে, ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচের পর ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। সুইস তারকা ফেদেরার অনায়াসেই প্রথম রাউন্ডের বাধা পার করেন।

তবে ব্রিটিশ নাম্বার ওয়ান মারের সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়েন অস্ট্রেলিয়ার নিক কিরগিওস।

২০১২ সালে উইম্বলডন জয়ের পর আর কোনো গ্র্যান্ড স্লাম জিততে পারেননি ফেদেরার। ইউএস ওপেনে কী তার অপেক্ষার অবসান ঘটবে? শুরুটা কিন্তু সেরকম ইঙ্গিতই দিচ্ছে! একতরফাভাবেই তিনি প্রথম রাউন্ডে জয় তুলে নেন। ৠাংকিংয়ের ৩৪ নম্বরে থাকা আর্জেন্টিনার লিওনার্দো মেয়ারকে সরাসরি সেট ৬-১, ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন ফেদেরার। মাত্র ৭৭ মিনিটেই খেলার নিষ্পত্তি ঘটে।

অপর ম্যাচে কিরগিওসের বিপক্ষে প্রথম দুই সেটে কষ্টার্জিত জয় পায় ৠাংকিংয়ের তিন নম্বর তারকা মারে। ৭-৫, ৬-৩ গেমে হারলেও পরের সেটেই ঘুরে দাঁড়ায় কিরগিওস। ৬-৪ গেমে জিতে মারেকে রীতিমত ঘাবড়ে দেন। ম্যাচ গড়ায় চ‍তুর্থ সেটে।

তবে শেষ সেটে ৬-১ ব্যবধানের দাপুটে জয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন মারে। ম্যাচের ব্যাপ্তি ২ ঘণ্টা ৪৩ মিনিট। দ্বিতীয় রাউন্ডে ৠাংকিংয়ের ৩৭ নম্বরে থাকা ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোর মুখোমুখি হবেন মারে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।