ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ইব্রাকে পেতে মরিয়া ছিল মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৫
ইব্রাকে পেতে মরিয়া ছিল মিলান ছবি: সংগৃহীত

ঢাকা: গত কয়েক বছর ধরে প্যারিস সেন্ট জার্মেইর হয়ে দারুণ সময় পার করছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। বয়স বেশ হলেও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফর্মের তুঙ্গে রয়েছেন এ সুইডি স্ট্রাইকার।



এদিকে গত মৌসুম শেষেই বিভিন্ন সংবাদ মাধ্যমে গুঞ্জন ওঠে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা ৩৩ বছর বয়সী এ তারকাকে বিক্রি করতে আর্সেনাল, এসি মিলান ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের সঙ্গে আলাপ করেছে।

তবে গুঞ্জনের ব্যাপারটি সত্য বলেই উল্ল্যেখ করলেন ইব্রা নিজেই। তিনি জানান তাকে পেতে এসি মিলান মরিয়া ছিল। কিন্তু আর্সেনাল থেকে কোন রকম প্রস্তাব আসেনি।

ইব্রা বলেন, ‘আমাকে দলে নিতে প্রচুর প্রস্তাব এসেছে। তবে আমি পিএসজিতেই থাকতে চাই। আমি এখানেই ভালো আছি। এই দলের প্রত্যেক ফুটবলার অসাধারণ। ’

তবে আর্সেনাল সম্পর্কে ইব্রার কাছে জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে তিনি কোন প্রস্তাব পাননি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।