ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান চ্যাম্পিয়নদের মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৫
এশিয়ান চ্যাম্পিয়নদের মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ

ঢাকা: ২০১৮ ফুটবল বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্বে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম লেগের এ খেলায় শক্তির বিচারে সকারুসরা এগিয়ে থাকলেও মামুনুল-এমিলিরা নির্ভীক।

তাদের হারানোর কিছু নেই। বরং স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়াই চাপে থাকবে।

পার্থের এনআইবি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় খেলা শুরু হবে।

২০১৫ সালে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার তারা চতুর্থবারের মতো বিশ্বকাপে অংশ নিতে দৃষ্টি রাখছে। গত ১৭ জুন রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পায় এশিয়া অঞ্চলের পরাশক্তিরা। অন্যদিকে, ঘরের মাঠে বাছাইপর্বের প্রথম দুই ম্যাচে জয়হীন বাংলাদেশ। তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও অপর ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ৩-১ গোলে হার মানে মামুনুলরা।

র‌্যাংকিংয়ে ১৭০ নম্বরে থাকা বাংলাদেশের জন্য ম্যাচটি যে বেশ চ্যালেঞ্জিং হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে ভয়ডরহীন মানসিকতাই মামুনুলদের বড় পুঁজি। সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পায় বাংলাদেশ। প্রীতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়টি আসে ১-০ গোলের ব্যবধানে।

বাংলাদেশের অধিনায়ক মামুনুল বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ পাওয়ায় খুবই খুশি। আমাদের সঙ্গে তাদের অনেক পার্থক্য। তবে আত্মবিশ্বাস হারাচ্ছি না। কিন্তু, আমরা স্বাভাবিকভাবেই আন্ডারডগ হিসেবে মাঠে নামব। তারা এশিয়ার এক নম্বর দল। অভিজ্ঞতার দিক থেকেও তারা অনেক এগিয়ে। ’

নিজেদের কৌশল প্রসঙ্গে মামুনুলের ভাষ্য, ‘আমাদের নিজস্ব একটা কৌশল আছে। প্রতিপক্ষকে আমরা ভালোভাবেই বিশ্লেষন করেছি। সবাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামব এবং ইতিবাচক ফলাফলের ব্যাপারে আমরা আশাবাদি। ’

এদিকে, অস্ট্রেলিয়া দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না। এর মধ্যে অধিনায়ক মাইল জেডিনাক, নিয়মিত গোলরক্ষক ম্যাথিউ রায়ান, ডিফেন্ডার ইভান ফ্রাঞ্জিক ও ফরোয়ার্ড রবি ক্রুস, টমি জুরিক রয়েছেন। জেডিনাকের পরিবর্তে সকারুসদের দলের নেতৃত্বে থাকবেন টিম কাহিল। আর কাহিল সকারুদের মধ্যে একমাত্র ফুটবলার যিনি তিনটি বিশ্বকাপেই অংশগ্রহন করেছেন।

নিজেদের সর্বশেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে তিনটিতে জয় ও বাকি দুই ম্যাচে ড্র করে অস্ট্রেলিয়া। অন্যদিকে, শেষ পাঁচ ম্যাচের মধ্যে কিরগিজস্তান ও সিঙ্গাপুরের বিপক্ষে হার মানে বাংলাদেশ। তাজিকিস্তান সহ বাকি তিনটি ম্যাচ ড্র হয়। গত ২৯ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ০৩ সেপ্টেম্বর ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।