ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন যে তারকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন যে তারকারা ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপ সেরার লড়াই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপের্বর ম্যাচে মাঠে নামার আগে চলতি মৌসুমে দলবদলের কাজ শেষ করেছে ক্লাবগুলো। ফলে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কারা কোন দলের হয়ে খেলবেন তা একরকম নির্ধারিত হয়ে গেছে।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ফুটবলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গোলডটকম’ ক্লাবের ফুটবলারদের তালিকা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

ফুটবলার কেনা-বেচার ডেটলাইন পার হওয়ার পর দেখা যায় এবারের দল বদলে ইংলিশ লিগ থেকে চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়া চার দল ম্যানসিটি, ম্যানইউ, চেলসি, আর্সেনালের মোট ব্যয় ৩৪০ মিলিয়ন পাউন্ড। যা ট্রান্সফার উইন্ডোতে ইংলিশ লিগের মোট ব্যয়ের ৪০ শতাংশ।

ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে সিরি আ দ্বিতীয় স্থানে রয়েছে। ইতালিয়ান লিগের ক্লাবগুলো মোট ৪০৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করে। এর পরেই লা লিগার অবস্থান। স্প্যানিশ লিগের ব্যয় ৪০০ মিলিয়ন পাউন্ড। ২৯০ ও ২২০ মিলিয়ন পাউন্ড ব্যয় করে যথাক্রমে চার ও পাঁচ নম্বরে রয়েছে জার্মানির বুন্দেসলিগা ও ফ্রান্সের লিগ ওয়ান।

আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের ড্র সম্পন্ন হয়েছে। ২০১৫-১৬ মৌসুমে ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে শেষ ষোলোতে যাওয়ার লড়াইয়ে অবতীর্ণ হবে। গত ২৭ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়।
 
গ্রুপ পর্বের লড়াই শুরু হবে ১৫ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী বছর ২৮ মে। ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাব ইন্টার ও এসি মিলানের যৌথ ভেন্যু ইতালির সান সিরোতে ফাইনাল হবে।
 
গ্রুপ এ: প্যারিস সেইন্ট-জার্মেইন, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, মালমো
গ্রুপ বি: পিএসভি, ম্যানচেস্টার ইউনাইটেড, সিএসকেএ মস্কো, উলফসবার্গ
গ্রুপ সি: বেনফিকা, অ্যাতলেটিকো মাদ্রিদ, গ্যালাতাসারে, আস্তানা
গ্রুপ ডি: জুভেন্টাসের, ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া মনশেনগ্লাডবাখ
গ্রুপ ই: বার্সেলোনা, বায়ার লেভারকুসেন, রোমা, বাতে বোরিসভ
গ্রুপ এফ: বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অলিম্পিয়াকোস, ডাইনামো জাগ্রেব
গ্রুপ জি: চেলসি, পোর্তো, ডায়নামো কিয়েভ, ম্যাকাবি তেল আবিব
গ্রুপ এইচ: জেনি, ভ্যালেন্সিয়া, অলিম্পিক লিয়ন, জেন্ত

নিচে ফেভারিট ক্লাবগুলোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগের স্কোয়াডে থাকা ফুটবলারদের নাম দেওয়া হলঃ

ম্যানচেস্টার ইউনাইটেড: ডেভিড ডি গিয়া, সার্জিও রোমেরো, স্যাম জনস্টোন, ফিল জোন্স, মারকোস রোহো, ক্রিস স্মলিং, লুক শ, গুইলেরমো, দার্মিয়ান, মাইকেল ক্যারিক, ব্লাইন্ড, অ্যাশলে ইয়ং, আন্দের হেরেরা, নিক পাওয়েল, আন্তোনিও ভ্যালেন্সিয়া, ফেল্লাইনি, মরগান স্নেইডারলিন, বাস্তিয়ান শোয়েনস্টেইগার, জেসি লিংগার্ড, মেমফিস ডিপাই, হুয়ান মাতা, অ্যান্থোনি মার্শাল, ওয়েইন রুনি।

ম্যানচেস্টার সিটি: জো হার্ট, উইলি কাবাল্লেরো, ব্যাকারি সাঙ্গা, ভিনসেন্ট কোম্পানি, পাবলো জাবালেতা, আলেকজান্দার কোলারভ, ইলিয়াকুয়িম মঙ্গলা, গায়েল ক্লিচি, মার্টিন দেমিচেলিস, নিকোলাস অতামেন্ডি, ফার্নান্দো, রাহিম স্টার্লিং, সামির নাসরি, জেসাস নাভাস, ফ্যাবিয়ান, ডেভিড সিলভা, ফার্নান্দিনহো, ইয়াইয়া তোরে, সার্জিও আগুয়েরো, উইলফ্রিড বোনি, কেভিন ডি ব্রুনে।

চেলসি: আসমির বেঘোভিচ, থিবাউট কৌরতোইস, জামাল ব্লাকম্যান, ব্রানিস্লাভ ইভানোভিচ, জৌউমা, আব্দুর রহমান বাবা, গ্যারি কাহিল, জন টেরি, সেজার আজপিলিচুয়েতা, সেস ফ্যাব্রেগাস, রামিরেস, অস্কার, এডেন হ্যাজার্ড, জন ওবি মাইকেল, বারট্রান্ড তাউরে, কেনেডি, নেমানজা ম্যাটিক, উইলিয়ান, রাদামেল ফ্যালকাও, পেদ্রো, লোইক রেমি, দিয়েগো কস্তা।

আর্সেনাল: ডেভিড অসপিনা, পিটার চেক, ম্যাট ম্যাসি, ম্যাথিউ দেবুচি, কাইরন গিবস, মারতেসাকার, গ্যাব্রিয়েল, লরেন্ট, নাচো মনরিয়াল, ক্যালাম চেম্বারস, টমাস, মাইকেল আরতেতা, জ্যাক উইলশেয়ার, মেসুত ওজিল, আরন রামসে, সান্তি কাজোরলা, ম্যাথিউ ফ্লামিনি, ফ্রান্সিস, জেফ এডিলেড, অলিভার জিরুদ, থিও ওয়ালকট, অ্যালেক্স চেম্বারলেইন, অ্যালেক্সিস সানচেজ, ড্যানি ওয়েলব্যাক, জোয়েল ক্যাম্পবেল।

জুভেন্টাস: বুফন, নেতো, এমিল, জিওর্জিও চিয়েলিনি, মার্টিন সেসেরেস, আলেক্স সান্দ্রো, আন্দ্রেয়া বারজাগালি, লিওনার্দো বনুচ্চি, ড্যানিয়েল, স্টেফান, প্যাট্রিক এভরা, সামি খেদিরা, ক্লদিও মারচিশিয়ো, পল পগবা, হার্নানেস, হুয়ান কুয়াদ্রাদো, মারিও লেমিনা, স্টেফানো, রবার্তো পেরেইরা, সিমন জাজা, আলভারো মোরাতা, মারিও মান্দজুকিচ, পাওলো দিবালা।

বায়ার্ন মিউনিখ: ম্যানুয়েল নয়্যার, টম, সেভেন উলরিচ, ইভান, মেদি বেনেশিয়া, রাফিনহা, কির্চহফ, জেরোম বোয়াতাং, হুয়ান বার্নাট, ফিলিপ লাম, ডেভিড আলবা, হোলগার, থিয়াগো আলকানতারা, ফ্রাঙ্ক রিবেরি, জাভি মার্টিনেজ, দগলাস কস্তা, জাবি আলোনসো, মারিও গোতজে, শেবাস্তিয়ান, আর্তুরো ভিদাল, কিমিচ, রবার্ট লেভানোডস্কি, আরিয়েন রোবেন, থমাস মুলার, কিংসলে কোমান।

বার্সেলোনা: মার্ক টার স্টেগেন, ডগলাস, জেরার্ড পিকে, ইভান রেকিটিক, সার্জিও বুসকেটস, দানি আলভেস, আন্দ্রেস ইনিয়েস্তা, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, নেইমার, রাফিনহা, ক্লদিও ব্র্যাভো, জাভিয়ের মাশ্চেরানো, মার্ক বারত্রা, মুনির আল হাদ্দাদি, জরদি আলবা, সান্দ্রো, সার্জি রবার্তো, আদ্রিয়ানো, টমাস ভারমেলান, জেরেমি ম্যাথিউ, জরদি ম্যাসিপ, হুয়ান কামারা, জেরার্ড গুমবাও।

রিয়াল মাদ্রিদ: কেইলর নাভাস, কিকো ক্যাসিয়া, রুবেন, রাফায়েল ভারানে, পেপে, সার্জিও রামোস, নাচো, মার্সেলো, দানি কারভাজাল, আলভারো আরবেলোয়া, দানিলো, আবনার, টনি ক্রুস, জেমস রদ্রিগেজ, গ্যারেথ বেল, ক্যাসিমিরো, মাতিও কোভাসিস, লুকাস ভাজকুয়েজ, লুকা মদ্রিচ, ডেনিস চেরিসেভ, ইসকো, মার্টিন ওদেগার্ড, ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, জেসে।

পিএসজি: নিকোলাস, কেভিন ট্র্যাপ, সালভাতোরে সিরিগু, থিয়াগো সিলভা, কিমপেমবে, মারকুইনহোস, ম্যাক্সওয়েল, সার্জি আওরিয়ের, ল্যাভিন, গ্রেগরি ফন ডার উইল, ডেভিড লুইজ, বেঞ্জামিন, মার্কো ভেরাত্তি, লুকাস, থিয়াগো মোত্তা, অ্যাঞ্জেল ডি মারিয়া, মাতুইদি, আদ্রিয়েন রেবিওট, জাভিয়ের পাস্তোরে, এডিনসন কাভানি, জ্লাতান ইব্রাহিমোভিচ, এজেকুয়েল লাভেজ্জি, জাঁ-কেভিন অগাস্টিন।

রোমা: লিয়ান্দ্রো, ড্যানিয়েল ডি রসি, মর্গান, লুকাস, এডিন জেকো, ইয়াগো ফালকুই, আলেজান্দ্রো ফ্লোরেজ, মোহাম্মদ সালাহ, হুয়ান, কিয়েতা, কোস্তাস, নেইনগোলান, প্যাজনিক, অ্যান্তোনিও রুডিগার, মাইকন, সাজেনসি, ভ্যাসিলিস, ফ্রান্সেসকো টট্টি, সালেহ, উইলিয়াম, গারভিনহো।

অ্যাতলেতিকো মাদ্রিদ: মিগুয়েল এঞ্জেল মোয়া, জন ও’ব্লাক, বারাগান, দিয়েগো গডিন, ফিলিপ লুইস, গুইলহেরমে, স্টিফান, জেসাস, লুকাস হার্নান্দেজ, হয়ানফ্রান, হোসে মারিয়া জিমিনেজ, মেন্ডেস, কোকে, অলিভার তোরেস, গ্যাবি ফার্নান্দেজ, সাউল, কারাস্কো, থমাস, অ্যান্তোনিও গ্রিজম্যান, ফার্নান্দো তোরেস, মার্টিনেজ, এঞ্জেল কোরিয়া, লুসিয়ানো ভিয়েত্তো।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।