ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

ভারতে আসবেন পেলে, অংশ নেবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৫
ভারতে আসবেন পেলে, অংশ নেবে বাংলাদেশ

ঢাকা: ভারতে আসছেন ব্রাজিল ফুটবলের জীবন্ত কিংবদন্তি পেলে। ‘সুব্রত কাপ’ ফুটবলের ফাইনালে বিশেষ অতিথি হিসেবে পেলেকে আনার পরিকল্পনা করেছে টুর্নামেন্টের আয়োজকরা।

এবারের আসরে বাংলাদেশ থেকে কয়েকটি বিদ্যালয় অংশ নেবে। এছাড়া থাকছে রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৭ দলের অংশ নেওয়ার সুযোগ।

আগামী ১৬ অক্টোবর ‘সুব্রত কাপ’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।

সেলেকাওদের হয়ে বিশ্বকাপ জয়ী পেলেকে আনার প্রসঙ্গে সুব্রত মুখার্জি স্পোর্টস এডুকেশন সোসাইটির ভাইস-চেয়ারম্যান এয়ার মার্শাল বিবিপি সিনহা বলেন, আমরা ১৬ অক্টোবরের ফাইনালে পেলেকে নিয়ে আসার ব্যাপারে অনেক দূর এগিয়ে গিয়েছি। তার ব্যাপারে অল্প কিছুদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারব।

‘সুব্রত কাপ’ এর ৫৬তম আসরটি ১১ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৬ অক্টোবর। ১০৩টি বিদ্যালয় এবারের আসরে অংশ নেবে। দুটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। অনূর্ধ্ব-১৪ (ছেলে) এবং অনূর্ধ্ব-১৭ (ছেলে ও মেয়ে) ভিত্তিতে অনুষ্ঠিত হবে আসন্ন আসরের ম্যাচগুলো।

বাংলাদেশ, ভারত, কোরিয়া, সুইডেন, ব্রাজিল, উইক্রেন, আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিদ্যালয় এতে অংশ নেবে।

উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন ব্রাজিলের আরেক সাবেক তারকা রবার্তো কার্লোস। তিনি বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল দিল্লি ডাইনামোসের খেলোয়াড় এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

ভারতের সংবাদমাধ্যম গুলো থেকে জানা যায়, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অনূর্ধ্ব-১৭ দলও এবারের আসরে অংশ নিতে চেয়েছে। এ প্রসঙ্গে সিনহা জানান, আমাদের দলের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। তাই রিয়াল মাদ্রিদের প্রস্তাব রাখা আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তবে, যদি কোনো দল নিজেদের নাম প্রত্যাহার করে নেয়, তবে রিয়াল অংশ নিতে পারবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ০৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।