ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

প্রীতি ম্যাচে পর্তুগালকে হারাল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
প্রীতি ম্যাচে পর্তুগালকে হারাল ফ্রান্স ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পর্তুগালকে ১-০ গোলে হারাল ফ্রান্স। লিবসনে ফ্রেঞ্চদের হয়ে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করেন অতিরিক্ত ফুটবলার হিসেবে মাঠে নামা মাথিউ ভালবুয়েনা।



এদিন মাঠের খেলায় বাজে পারফরম্যান্স করা পর্তুগিজদের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ফ্রান্স। তবে বিপক্ষ মাঠে সফরকারীদের গোল পেতে ৮৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। তবে দু’একটি ভালো সুযোগ নষ্ট করে রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

ফ্রান্স এর আগে নিজেদের দুটি খেলায় বেলজিয়াম ও আলবেনিয়ার বিপক্ষে হেরে বেশ হতাশার মধ্যে ছিল। তবে এদিন বেশ আক্রমণাত্বক হয়ে খেলে জয় ছিনিয়ে নেয় ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়নরা।

খেলার নির্ধারিত সমেয়র পাঁচ মিনিট আগে ২০ গজ দুরে থেকে ফ্রি-কিকের মাধ্যমে গোলটি করেন লিঁও তারকা ভালবুয়েনা।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশম্পের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।