ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বিশ্বকাপ জিতে কিংবদন্তি হতে চান রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৫
বিশ্বকাপ জিতে কিংবদন্তি হতে চান রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী কিংবদন্তি স্যার ববি শার্লটনের মত হতে চান বর্তমান ইংলিশ দলের অধিনায়ক ওয়েন রুনি। তবে এজন্য তাকে বিশ্বকাপ জিততে হবে এও তিনি জানেন।

জাতীয় দলের হয়ে আর মাত্র একটি গোল করলেই রুনি শার্লটনের করা ৪৯ গোল ছুঁয়ে ফেলবেন।

থ্রী লায়ন্সরা শনিবার ( ০৫ সেপ্টেম্বর) ইউরো ২০১৬ বাছাইয়ে সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে। আর এ ম্যাচ জিততে পারলে রয় হজসনের শিষ্যরা ইউরো আসরে খেলার নিশ্চয়তা পাবে।

২০০৪ ইউরো কাপে চারটি গোল করা রুনি পরবর্তীতে নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেন নি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজ দলকে নিয়ে আশাবাদী। আর বর্তমান সময়ে তিনি লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনার সম্পর্ক নিয়ে নিজেকে তুলনা করছেন।

রুনি বলেন, ‘কয়েক বছর আগে সমর্থকরা বলেছিল, মেসি ম্যারাডোনার মত হতে পারছে না কারণ সে বিশ্বকাপ জিততে পারেনি। তবে আমি মনেকরি ম্যারাডোনা থেকে মেসি আরো ভালো ফুটবলার। কিন্তু এটাই ফুটবল। ’

তিনি ‍আরো বলেন, ‘বিশ্বকাপ ট্রফিটাই আসলে অনেক কিছু। একটা দল হিসেবে এটি বিচার করতে হবে। স্যার ববি করে দেখিয়েছিল এটি। আশাকরি আমার সময় এখনও আছে। ’

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।