ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

হাল্কের গোলে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
হাল্কের গোলে ব্রাজিলের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপের বাছাইপর্বের আগে প্রস্তুতিটা ভালোই হলো ব্রাজিলের। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হাল্কের একমাত্র গোলে কোস্টারিকার বিপক্ষে জয় পেল সেলেকাওরা।

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে থেকে হেরে বিদায়ের পর এদিন প্রথম খেলায়ই জয়ের মুখ দেখলো দলটি।

নিউ জার্সিতে প্রথম থেকেই আক্রমনাত্বক হয়ে খেলা ব্রাজিল ম্যাচের ১০ মিনিটেই লিড নেয়। দারুণ দক্ষতায় কোস্টারিকার গোলরক্ষককে বোকা বানিয়ে গোলটি করেন তিনি।

এদিন মাঠের খেলায় কোন প্রতিরোধই করতে পারেনি কোস্টারিকা। দলটি ছোট-বড় কোন আক্রমণেই যেতে পারেনি।

ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ আর কোন সুযোগ না পেলেও দ্বিতীয়ার্ধে মার্সেলো ও দগলাস কস্তা গোল বঞ্চিত হন। ম্যাচের দ্বিতীয়র্ধে সেলেকাওদের দলে বেশ কয়েকটি পরিবর্তন হয়। খেলার ৬৭ মিনিটে গোলদাতা হাল্ককে উঠিয়ে কাকাকে নামানো হয়। একই সময় লুকাস লিমা ও কোতিনহোর অদল-বদল হয়।

এদিন ব্রাজিল দলের মূল তারকা নেইমার অবশ্য খেলার বেশি সময়ই সাইড লাইনে ছিলেন। তবে ম্যাচের ৮২ মিনিটে কস্তার পরিবর্তে মাঠে নামেন এ বার্সেলোনা তারকা। তবে খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্তন ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কার্লোস দুঙ্গার শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।