ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

অস্ট্রিয়ার বিপক্ষে অনিশ্চিত ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৫
অস্ট্রিয়ার বিপক্ষে অনিশ্চিত ইব্রা ছবি: সংগৃহীত

ঢাকা: পিঠের ইনজুরির কারণে ইউরো বাছাইপর্বের ম্যাচে জ্লাতান ইব্রাহিমোভিচের  ‍মাঠে নামা অনিশ্চিত। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার মুখোমুখি হবে সুইডেন।

খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

শনিবার গ্রুপ ‘জি’র ম্যাচে রাশিয়ার বিপক্ষে ইনজুরি আক্রান্ত হন ইব্রাহিমোভিচ। ৪৬ মিনিটে ইব্রার পরিবর্তে মাঠে নামেন ওলা তয়ভোনেন। প্রথমার্ধের ৩৮ মিনিটে স্ট্রাইকার আর্তেম ডিজুবার একমাত্র গোলে সুইডেনকে হারায় রাশিয়ানরা।

এখন পর্যন্ত সাত ম্যাচ শেষে তিন জয়, তিন ড্র ও এক পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে সুইডিশরা। এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রাশিয়া। সমান ম্যাচে ৬ জয়, এক ড্র’তে শীর্ষে অস্ট্রিয়া।

এক সাক্ষাৎকারে ইব্রা বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে পাঁজরে ব্যথা অনুভব করি। পরবর্তী ম্যাচের দিন সম্পূর্ণ ফিট থাকব কিনা তা দেখার অপেক্ষায় আছি। ’

সুইডেনের কোচ এরিক হ্যামরেনের অভিমত, ‘রাশিয়ার বিপক্ষে ইব্রাহিমোভিচ মাঠে থাকতে চেয়েছিল। কিন্তু, দৌড়ানোর সময় ব্যথা অনুভব করায় তাকে দ্বিতীয়ার্ধের শুরুতেই তুলে নিই। এ মুহূর্তে সে কী অবস্থায় রয়েছে তা সঠিকভাবে বলতে পারছি না। মেডিকেল টিমের সঙ্গে আমার কথা হয়নি। তাই অস্ট্রিয়ার বিপক্ষে সে খেলতে পারবে কিনা তা নিশ্চিত নয়। ’

চলতি মৌসুমে এ নিয়ে দ্বিতীয়বার ইনজুরির কবলে পড়েছেন ইব্রাহিমোভিচ। ইনজুরির কারণে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগে প্রথম তিন ম্যাচেই দর্শক ভূমিকায় থাকেন ৩৩ বছর বয়সী এ স্ট্রাইকার।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
আরএম



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।