ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

শেষ আটে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
শেষ আটে জোকোভিচ ছবি: সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। অবশ্য, সার্বিয়ান টেনিস তারকা সরাসরি সেটে জিততে পারেননি।

এবারের আসরে এ প্রথম এক সেটে হার মানেন জোকোভিচ।

আর্থার অ্যাশ টেনিস স্টেডিয়ামে নিজের সেরাটা দিতে ব্যর্থ হন জোকোভিচ। চতুর্থ রাউন্ডের প্রথম সেটটি ৬-৩ গেমে জিতলেও পরের সেটেই স্পেনের বাতিস্তা অগাটের কাছে ৪-৬ গেমে হার মানেন। তবে ৬-৪, ৬-৩ গেমে পরের দুই সেট জিতে শেষ আট নিশ্চিত করেন জোকোভিচ।

কোয়ার্টারে আরেক স্প্যানিশ টেনিস খেলোয়াড় ফেলিসিয়ানো লোপেজের ‍মুখোমুখি হবেন জোকোভিচ। ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গা ও ক্রোয়েশিয়ান ম্যারিন চিলিসও কোয়ার্টারে উঠেছেন।

চতুর্থ রাউন্ডে এখনো কোর্টে নামেনটি দুই শীর্ষ তারকা অ্যান্ডি মারে ও রজার ফেদেরার। সোমবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় দ. আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিপক্ষে খেলবেন মারে। আর মঙ্গলবার সকাল ৭টায় ফেদেরারের মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের জন ইসনার।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।