ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জর্ডানের বিপক্ষে জয় প্রত্যাশা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
জর্ডানের বিপক্ষে জয় প্রত্যাশা বাংলাদেশের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ‌এশিয়ান অঞ্চলের বাছাই পর্বে বাংলাদেশের এবারের প্রতিপক্ষ জর্ডান।

 

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে গড়াবে ম্যাচটি।

কিরগিজস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩-১ গোলের হার দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে ১-১ গোলের ড্র।

সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ গোলে হেরে যাওয়ায় বাছাই পর্বে এখন পর্যন্ত জয়ের স্বাদ পায়নি টাইগাররা।

তাই জর্ডানের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় ডি ক্রুইফ বাহিনী। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে চান মামুনুল-এমিলিরা।

ফিফা র‌্যাংকিংয়ে ৯১তম স্থানে থাকা জর্ডানকে শক্তিশালী প্রতিপক্ষ মেনেই বাংলাদেশ দলের স্ট্রাইকার এমিলি জানান, ওরা খুব শক্তিশালী দল। তবে অস্ট্রেলিয়ার শিক্ষাটা কাজে লাগাতে পারলে ওদের বিপক্ষে আমাদের খুব একটা সমস্যা হবে না।

জর্ডান ম্যাচের পর ১৭ নভেম্বর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।