ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

পিএসজি’র প্রশংসায় ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
পিএসজি’র প্রশংসায় ডি মারিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: প্যারিস সেন্ট জার্মেইর অনুশীলনের অগ্রগতিতে উপকৃত হচ্ছে ফুটবলাররা এমনটিই জানালেন অ্যাঙ্গেল ডি মারিয়া। তিনি আরো জানান, লিগ ওয়ান চ্যাম্পিয়নদের মনোভাব ‘বৃহদাকার’।



এ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৪৪ মিলিয়ান পাউন্ডের বিনিময়ে ফ্রান্সে পাড়ি দেন ডি মারিয়া। আর পার্ক দেস প্রিন্সেসে এসেই ক্লাবের কার্যক্রমে দারুণ খুশি এ মিডফিল্ডার।

পিএসজি’র হয়ে ডি মারিয়ার অভিষেক ম্যাচে দলটি মোনাকোর বিপক্ষে ৩-০ গোলে জয় পায়।

এক সাক্ষাতকারে ডি মারিয়া বলেন, ‘এখানে আমার সতীর্থরা অসাধারণ। আমি প্রত্যেকটি ফুটবলারকে আগে থেকেই জানি। তবে এখানে এসে আমি তাদের খেলার ধরন দেখে বিস্মিত। আর তারা যেখানে অনুশীলন করে সেটিও দুর্দান্ত। ’

আর্জেন্টাইন জাতীয় দলের তারকা আরো বলেন, ‘এখানের পরিবেশ, খেলার মান অারো ভালো করবে বলে আমার বিশ্বাস। আর ক্লাবের বৃহদাকার উন্নতি ফুটবলারদের প্রেরণা যোগাবে। ’

পিএসজি’র হয়ে এবারের লিগে প্রথম ম্যাচ খেলতে পারেন নি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ডি মারিয়া। কোপা আমেরিকায় জাতীয় দলের হয়ে হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।