ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

চলচ্চিত্রে অভিনয় করলেন বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
চলচ্চিত্রে অভিনয় করলেন বেকহ্যাম ছবি : সংগৃহীত

ঢাকা: খ্যাতির কোন কমতি নেই ডেভিড বেকহ্যামের । ফুটবল খেলে আলো ছড়িয়েছেন পুরো বিশ্বে।

হয়েছেন বিভিন্ন পন্যের মডেল। সামাজিক কাজকর্মেও তাঁর রয়েছে বেশ সুনাম। আর সর্বশেষ অভিনয়ের খাতায় নাম লেখালেন সাবেক এ ইংল্যান্ড মিডফিল্ডার।

গাই রিচির পরিচালনায় ‘নাইট অব দ্যা রাউন্ডটেবিল’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন বেকহ্যাম। ছবিটিতে ঠকবাজ এক নেতার চরিত্রে দেখা যাবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এ তারকাকে। আগামী বছরের জুলাইয়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে বেকহ্যাম বলেন, ‘আমার জানা মতে এর আগে অনেক স্পোর্টসম্যান ও সেলিব্রেটিরা অভিনয় করেছেন। তবে তাদের ক্ষেত্রে নেতিবাচক প্রভাবও পড়েছিল। এটি আসলে কঠিন একটি কাজ। যেখানে অভিনেতাকে প্রচুর দক্ষ ও শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। তবে এখনই আমি নিজেকে এই পেশায় ঠেলে দিতে চাই না। এর জন্য প্রচুর অধ্যাবসায়ের প্রয়োজন। ’

তিনি আরো বলেন, ‘তবে এখন পর্যন্ত যতটুকু হয়েছে আমি তা নিজের সর্বোচ্চ দিয়েই করার চেষ্টা করেছি। আর এই চলচ্চিত্রে যদি আমি সমালোচিতও হই তবে সইতে পারবো। ’

এদিকে বেকহ্যাম জানিয়েছেন, ছবির পরিচালক রিচি তার কাজের প্রশংসা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।