ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জর্ডানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মামুনুলরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
জর্ডানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মামুনুলরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ জর্ডান। শক্তির বিচারে জর্ডান লাল-সবুজ জার্সি ধারীদের থেকে বেশ এগিয়ে থাকলেও স্বাগতিকদের সুবিধে কাজে লাগিয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলতে চান মামুনুলরা।



মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জর্ডান। বিকেল পাঁচটায় অনুষ্ঠিত এই খেলাটি সরাসরি দেখাবে ‘চ্যানেল নাইন’।

এর আগে অস্ট্রেলিয়ার পার্থে সকারুদের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে বাজেভাবে হারলেও বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতাকেই ইতিবাচক বলে ভাবছেন দেশের ফুটবলাররা। আর সেই অভিজ্ঞতাই সফরকারীদের বিপক্ষে মাঠে খেলায় দেখাতে চায় বাংলাদেশ।

এ ম্যাচের আগে প্রত্যয়ী বাংলাদেশি কোচ লোডভিক ডি ক্রইফ সংবাদ সম্মেলনে বলেন, ‘জর্ডান শক্তির বিচারে অস্ট্রেলিয়ার কাছাকাছি দল। তাজিকিস্তান ও কিরগিজস্তানের মত তাদেরও ভালো কিছু করার আশা আছে। তবে আমাদের ছেলেরা ভীত না। তারা জর্ডানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ’

এদিকে বাংলাদেশি অধিনায়ক মামুনুলের কন্ঠে কিছুটা হতাশার ছায়া। কারণ স্বাগতিকদের সুবিধে কাজে লাগাতে পারছে না দেশটি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলও আমাদের বিপক্ষে সতর্ক ছিল। খেলার দিন তারা মাঠকে আরো ফাস্ট করে ফেলেছিল। আমরাও যদি স্বাগতিক সুবিধা পেতাম তাহলে আগের অনেকগুলো ম্যাচে জয় পেতেও পারতাম। ’

এদিকে ম্যাচের আগে বেশ হুশিয়ার জর্ডান ফুটবল দল। অনুশীলনে ফুটবলের সব বিভাগেই তাদের ব্যস্ত থাকতে দেখা যায়। আর বাংলাদেশকে খাটো করে দেখতে নারাজ জর্ডানের বেলজিয়ান কোচ পল পুট বলেন, ‘বাংলাদেশ সকারুদের বিপক্ষে খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইবে। সেই সঙ্গে ঘরের মাঠে খেলা হওয়ায় দর্শক ও মাঠ সুবিধাও তারা পাবে। তাই বাংলাদেশকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। ’

বাংলাদেশ এর আগে ঘরের মাঠে বাছাই পর্বের খেলায় কিরগিজস্তানের কাছে হারলেও তাজিকিস্তানের বিপক্ষে ড্র করেছি। তাই এ ম্যাচে আশাবাদী হয়েই মাঠে নামতে চায় মামুনুলরা।

বর্তমান ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৭৩ আর জর্ডান আছে ৯১তম অবস্থানে। এবারই প্রথম জর্ডানিয়ানদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।