ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

মাতুইদির জোড়ায় জয়ের ধারায় ফ্রান্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
মাতুইদির জোড়ায় জয়ের ধারায় ফ্রান্স ছবি: সংগৃহীত

ঢাকা: ব্লাসিয়ে মাতুইদির জোড়া গোলে সার্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় রইল ফ্রান্স। আর ইউরো ২০১৬ ঘরের মাঠে হওয়ায় নিজেদের প্রস্তুতিটাও ভালো ভাবে সেরে নিল ফ্রেঞ্চরা।



এর আগে শক্রবার (০৪ সেপ্টেম্বর) পতুর্গালের বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল ১৯৯৮ বিশ্ব চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ স্তেদে বুরডেঅক্স-আটলান্টিকে এদিন শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। ম্যাচের মাত্র নয় মিনিটেই বাসারে সাঙ্গার ক্রস থেকে বল পেয়ে লিড নেন মাতুইদি। আর খেলার ২৫ মিনিটে দারুণ এক ভল্যির মাধ্যমে দলের লিড দ্বিগুন করে নিজের জোড়া গোল পূর্ণ করেন এ প্যারিস সেন্ট জার্মেই মিডফিল্ডার।

বিরতির আগে পাল্টা আক্রমণ চালায় সার্বিয়া। খেলার ৪০ মিনিটে লাজার মার্কোভিচের অ্যাসিস্টে গোল করে ব্যবধান কমান আলেকজেন্ডার মিত্রোভিচ। তবে ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশম্পের শিষ্যরা।

২০১৬ সালে ইউরো কাপের আয়োজক হওয়ায় বাছাই পর্ব খেলতে হচ্ছে না ফ্রান্সের।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।