ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

শেষ মুহূর্তের গোলে পর্তুগালের রক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
শেষ মুহূর্তের গোলে পর্তুগালের রক্ষা ছবি: সংগৃহীত

ঢাকা: মিগুয়েল ভিলোসোর শেষ মুহূর্তের গোলে জয় পেল পতুর্গাল। ইউরো ২০১৬ বাছাই পর্বের খেলায় ভিলোসের একমাত্র গোলে আলবেনিয়াকে ১-০ ব্যবধানে হারালো পর্তুগিজরা।



এলবাসেনে এদিন শুরু থেকেই আক্রমণে ব্যস্ত থাকে পতুর্গাল। তবে আলবেনিয়ান গোলরক্ষক ইতরিত বেরিশার অসাধারণ নৈপুণ্যে গোলর দেখা পাচ্ছিল না সফরকারীরা।

দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো দু’একটি ভালো সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি। এ নিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা চার ম্যাচে গোলশূন্য রইলেন সিআর সেভেন।

প্রথমার্ধের মত ম্যাচের দ্বিতীয়ার্ধেও আক্রমণ চালাতে থাকে পর্তুগাল। তবে ড্রয়ের দিকে আগানো ম্যাচে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের পর (৯২ মিনিট) গোল করে পর্তুগিজদের জয় নিশ্চিত করেন ভিলোসো।

কুয়ারেসেমার সহায়তায় গোলটি করেন ডায়নামো কিয়েভের এ মিডফিল্ডার। আর এ জয়ের ফলে আলবেনিয়ার অপরাজিত থাকার রেকর্ড ভাঙলো পর্তুগাল।

গ্রুপ ‘আই’তে ছয় ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। আর সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তিন নম্বর অবস্থানে আলবেনিয়া।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।