ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

কষ্টার্জিত জয়ে শেষ আটে ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
কষ্টার্জিত জয়ে শেষ আটে ফেদেরার ছবি : সংগৃহীত

ঢাকা: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন রজার ফেদেরার। শেষ আটে ফ্রান্সের রিচার্ড গাসকুয়েটের মুখোমুখি হবেন সুইস তারকা।

অন্যদিকে, কেভিন অ্যান্ডারসনের কাছে হেরে চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে।

ফ্ল্যাশিং মিডোতে র‌্যাংকিংয়ের দুই নম্বর তারকা ফেদেরারের সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়েন ১৩তম বাছাই আমেরিকান জন ইসনার। তিন সেটেই দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ৭-৬ (০), ৭-৬(০), ৭-৫ গেমের কষ্টার্জিত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন ফেদেরার। ম্যাচের ব্যাপ্তি দুই ঘণ্টা ৩৯ মিনিট।

দক্ষিণ আফ্রিকান টেনিস খেলোয়াড় অ্যান্ডারসনের বিপক্ষে প্রথম দুই সেট  ৭-৬, ৬-৩ গেমে হেরে বসেন মারে। পরের সেটটি ৬-৭ গেমে জিতলেও চতুর্থ সেট ৭-৬ ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নেন ব্রিটিশ নাম্বার ওয়ান।

মেয়েদের এককে মারের স্বদেশী জোহানা কন্তাকে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন পঞ্চম বাছাই পেত্রা কেভিতোভা। এর মধ্য দিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইউএস ওপেনের কোয়ার্টারে ওঠেন দু’বারের উইম্বলডন জয়ী কেভিতোভা।

এ ম্যাচের আগে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৬ ম্যাচে অপরাজিত ছিলেন কন্তা। তার সামনে ১৯৮৩ সালের পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার হাতছানি ছিল।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।