ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নিজেদের মাটিতে খেলতে নামে বাংলাদেশ। বাংলাদেশের সামনে নতুন প্রতিপক্ষ হিসেবে মাঠে নামে জর্ডান।

প্রথমার্ধ শেষে অতিথি হিসেবে খেলতে নামা জর্ডান ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হয়। রেফারি হিসেবে ম্যাচের দায়িত্ব পালন করছেন চাইনিজ তাইপে থেকে আসা ইউ মিং হাসুন।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণ চালাতে থাকে দুই দল। তবে, প্রথম লিড নেয় অতিথিরা। খেলার ১৪ মিনিটেই এগিয়ে যায় জর্ডান। পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে গোল করেন আবদুল্লাহ সেলিম। আর ফাউল করায় হলুদ কার্ড দেখেন স্বাগতিক ফুটবলার মিশু।

ম্যাচের ২০ মিনিটের মাথায় মামুনুলের কর্নার থেকে আসা উড়ন্ত বলে হেড করার চেষ্টা করেন ইয়াসিন। তবে, সঠিকভাবে বলের নিয়ন্ত্রণ নিতে না পারলে এ যাত্রায় সমতায় ফেরা হয়নি বাংলাদেশের।

জর্ডানের আরও কয়েকটি প্রচেষ্টা রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন।

চার ডিফেন্ডারকে কাজে লাগিয়ে অর্ধমাঠ থেকে নিজেদের সীমানা থেকে বল গুছিয়ে খেলতে থাকে জর্ডান। অপরদিকে, নিজেদের সীমানাতেই অগোছালো ভাবে এগুতে থাকে স্বাগতিকরা। মধ্যমাঠের সীমানা পার হতেই বাংলাদেশের ফুটবলাররা নিজেদের নিয়ন্ত্রণে বল রাখতে ব্যর্থ হয়।

ম্যাচের ৩২ মিনিটে জুয়েল রানার দারুণ এক প্রচেষ্টায় ফের সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। দুইজন ডিফেন্ডার আর প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে এমিলিকে বল বানিয়ে দেন জুয়েল রানা। তবে, এমিলের দুর্বল শটে কোনো গোল আসেনি স্বাগতিকদের। পরের মিনিটে (৩৩ মিনিট) লিড দ্বিগুন করে জর্ডান। আবু আমারার দুর্দান্ত শটে গোল হলে ২-০তে এগিয়ে যায় অতিথিরা।

ম্যাচের ৩৭ মিনিটে জর্ডানের ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক লাভ করে বাংলাদেশ। শট নেন অধিনায়ক মামুনুল। তবে, স্বাগতিক অধিনায়কের দুর্বল শট নিজের নিয়ন্ত্রণে নিতে কোনো সমস্যাই হয়নি জর্ডানের গোলরক্ষক সাফি সাবাহর।

স্বাগতিক হওয়ার শক্তিকে কাজে লাগিয়ে ভালো খেলার প্রত্যাশা করা বাংলাদেশ ম্যাচের ৪৪ মিনিটে আবারো গোলের সুযোগ তৈরি করে। এবারো জুয়েল রানার একক প্রচেষ্টায় গোলের সম্ভাবনা জেগে উঠে। তবে, ঝিনাইদহের এ ফুটবলার দুই ডিফেন্ডার আর গোলরক্ষককে বোকা বানিয়ে যে শট নিয়েছিলেন তা গড়িয়ে গড়িয়ে গোলবার ঘেঁষে বাইরে চলে যায়।

প্রথমার্ধ শেষে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৭৩ আর জর্ডান রয়েছে ৯১তম অবস্থানে। এবারই প্রথম দেশটির মুখোমুখি হয় বাংলাদেশ। শক্তির বিচারে জর্ডান লাল-সবুজ জার্সিধারীদের থেকে বেশ এগিয়ে।

এর আগে অস্ট্রেলিয়ার পার্থে সকারুদের বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচে বাজেভাবে হারলেও বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতাকেই ইতিবাচক বলে ভাবছেন দেশের ফুটবলাররা। তারও আগে বাংলাদেশ ঘরের মাঠে বাছাইপর্বের খেলায় কিরগিজস্তানের কাছে হারলেও তাজিকিস্তানের বিপক্ষে ড্র করে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

** মাঠে নেমেছে বাংলাদেশ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।