ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

শীর্ষে সিয়াম-শারমীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
শীর্ষে সিয়াম-শারমীন ছবি : সংগৃহীত

ঢাকা: চলমান ইউনিয়ন ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ইউনিয়ন ইনসিওরেন্স ৩৫তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫ এর পঞ্চম রাউন্ডের খেলা শেষে বরগুনার ইকরামুল হক সিয়াম পূর্ণ পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দাবা কক্ষে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় সিয়াম গতবারের জুনিয়র চ্যাম্পিয়ন পিরোজপুরের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে পরাজিত করেন।

সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ময়মনসিংহের অভিক সরকার দ্বিতীয় স্থানে এবং চার পয়েন্ট করে নিয়ে আব্দুল্লাহ আল সাইফ, ফাহাদ, সিরাজগঞ্জের মোঃ নাঈম হক ও চট্টগ্রামের আকিব জাওয়াদ মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

এদিকে, প্রাক্তন জাতীয় মহিলা দাবা খেলোয়াড় বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৮ম বেগম লায়লা আলম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। আড়াই পয়েন্ট করে নিয়ে নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা দ্বিতীয় স্থানে রয়েছেন।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে দাবা কক্ষে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় শিরিন ফারজানা হোসেন এ্যানিকে পরাজিত করেন। ইভা রানী হামিদের সাথে ও জাকিয়া প্রতিভা তালুকদারের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।