ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

বিশ্বকাপ দাবায় অংশ নেবেন জিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৫
বিশ্বকাপ দাবায় অংশ নেবেন জিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান আজারবাইজেনের বাকু শহরে অনুষ্ঠেয় বিশ্বকাপ দাবায় অংশগ্রহণ করার লক্ষ্যে মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে বাকুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। নক-আউট পদ্ধতির বিশ্বকাপ দাবায় জিয়া (রেটিং-২৫০০) খেলবেন এ ইভেন্টের ১২ নং সিডেড রাশিয়ার গ্র্যান্ড মাস্টার ইভগেনি তমাশেভস্কি (রেটিং-২৭৫৮) সাথে।



বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী শুক্রবার (১১ সেপ্টেম্বর) হতে প্রথমবারের মতো টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটোরিয়ামে শুরু হচ্ছে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা।

সকলের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত।

অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়রা নির্ধারিত এন্ট্রি ফি-সহ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে পারবেন। বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার মহিলা আন্তর্জাতিক মাস্টার ও রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড় ও ভারতের রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

ফেডারেশন থেকে আরও জানানো হয়, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে থাইল্যান্ড, নেপাল ও ফিলিপাইনের খেলোয়াড়দের অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। প্রতিযোগিতার খেলা ৫ দিন ব্যাপী ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।