ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

জিকিউ অ্যাওয়ার্ড জিতলেন মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
জিকিউ অ্যাওয়ার্ড জিতলেন মরিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: সাম্প্রতিক সময়টা বাজে কাটছে চেলসি কোচ হোসে মরিনহোর। ২০১৫-১৬ মৌসুমের শুরুতেই তার অধীনে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা মুখ থুবড়ে পড়েছে।

তবে ব্যক্তিগতভাবে সফলতা অর্জন করে যাচ্ছেন এই পর্তুগিজ। জিকিউ ম্যাগাজিনের ‘ম্যান অব দ্যা ইয়ারের’ গালা অনুষ্ঠানে এডিটরিয়াল স্পেশাল অ্যাওয়াড জিতলেন মরিনহো।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) লন্ডনের রয়েল অপেরা হাউজে এই পুরস্কার বিতরণি অনুষ্ঠান সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিনটি মূলত পুরুষদের লাইফ স্টাইল নিয়ে লেখালেখি করে থাকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বৃটিশ ফরমুলা ওয়ান তারকা লিউস হ্যামিলটন, অ্যাশেজ জয়ের নায় স্টুয়ার্ট ব্রড ও গ্যারি লিনকার। আর অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন হলিউডের বিখ্যাত অভিনেতা স্যামুয়েল এল.জ্যাকসন।

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ মরিনহো এদিন অনুষ্ঠানে তার মেয়ে মাতিলদেকে নিয়ে আসেন। মরিনহোর অধীনে চেলসির অবস্থা খুবই নাজুক। প্রিমিয়ার লিগের খেলার চার ম্যাচ মাত্র চার পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম পজিশনে অবস্থান করছে ব্লুজরা।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।