ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

তিন সপ্তাহ মাঠের বাইরে ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
তিন সপ্তাহ মাঠের বাইরে ব্রাভো ছবি: সংগৃহীত

ঢাকা: কাঁধের ইনজুরির কারণে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বার্সেলোনার গোলরক্ষক ক্লাদিও ব্রাভোকে। ৩২ বছর বয়সী এ তারকার ইনজুরির ব্যাপারটি নিশ্চিত করেছেন তার এজেন্ট ক্রিস্টিয়ান ওগালেদ।



এর আগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে অনিশ্চিত ছিলেন ব্রাভো। তবে বর্তমান অবস্থা অনুযায়ী লম্বা সময় তাকে সাইড লাইনে থাকতে হতে পারে।

এদিকে চিলিয়ান এ গোলরক্ষক বিশ্বাস করেন এক সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে ঝুঁকি এড়াতে পুরোপুরি বিশ্রামে থাকতে চান তিনি।

এজেন্ট ওগালেদ বলেন, ‘ব্রাভো ঠিক আছে। তবে শতভাগ সুস্থ হতে তার আরো তিন সপ্তাহের মত লাগবে। আমি তার সঙ্গে কথা বললে সে ভালো আছে বলে জানায়। তবে তাকে অবশ্যই বিশ্রামে থাকতে হবে। ’

বার্সায় নিয়মিত গোলরক্ষক হিসেবে মার্ক-আন্দ্রে টার স্টেগেন ও ব্রাভো খেলে থাকেন। তবে ব্রাভো ইনজুরিতে পড়ায় স্টেগেনকেই মূল দায়িত্ব নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।