ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

খেলা

আরচারিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
আরচারিতে স্বর্ণ জিতেছেন বাংলাদেশের তামিম ছবি: সংগৃহীত

ঢাকা: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র সামোয়ায় বাংলাদেশের তামিমুল ইসলাম স্বর্ণ জিতেছেন। কমনওয়েলথ ইয়ুথ গেমসে আরচারিতে অংশ নিয়ে তিনি স্বর্ণ জেতেন।



চলমান কমনওয়েলথ ইয়ুথ গেমসের পঞ্চম আসরে আরচারি ইভেন্টে তামিম স্বর্ণ জিতলেও বাংলাদেশের আরেক আরচার নন্দিনী স্বপ্না বালিকা বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছেন।

গত ৫ সেপ্টেম্বর শুরু হওয়া এ আসর শেষ হবে ১১ সেপ্টেম্বর।

এবারের আসরে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে এক হাজার অ্যাথলেট অংশ নিয়েছেন। ১০৭টি স্বর্ণ পদকের জন্য সাঁতার, অ্যাথলেটিকস, টেনিস, ভারোত্তলন, আরচারিসহ মোট নয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা। প্রত্যেকের বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।