ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রেকর্ড গড়া রুনির প্রশংসায় মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
রেকর্ড গড়া রুনির প্রশংসায় মেসি

ঢাকা: ইংল্যাল্ডের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় প্রশংসার সাগরে ভাসছেন ওয়েন রুনি। এবার এই কাতারো যোগ দিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

রুনির মাঝে অতুলনীয় প্রতিভা আছে উল্লেখ করে মেসি জানান, ইংলিশ অধিনায়ক ‘এই প্রজন্মের ফুটবলার। ’

ম্যানচেস্টার ইউনাইটেডের এ স্ট্রাইকার সম্প্রতি সুইজারল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোল করে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫০টি গোলের মালিক হন। আর এরই মধ্যে তিনি পেছনে ফেলেন ৪৯টি গোল করা দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলার ববি শার্লটনকে।

মেসির মতো রুনিও জাতীয় দলের জার্সি গায়ে সমালোচিত। চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসি বার্সেলোনার হয়ে সব ধরনের শিরোপা জিতলেও আলবেসেলিস্তাদের হয়ে এখনও কোন বড় শিরোপা জিততে পারেননি। অন্যদিকে ইংলিশ সমর্থকদের বেশ কয়েকবার হতাশ করেন রুনি। বিশেষ করে ২০১০ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করায় নিন্দিত হন রুনি।

তবে ইংলিশ ফুটবলে রুনিকে আরো বেশি মূল্যায়ন করা উচিৎ বলে মনে করেন বার্সা তারকা। কারণ হিসেবে মেসি জানান, ইংলিশ এ তারকার মাঝে ব্যতিক্রমী কিছু গুনাগুন রয়েছে।

দ্যা মিররকে দেওয়া এক সাক্ষাতকারে মেসি বলেন, ‘আমি মনে করি রুনি এই প্রজন্মের ফুটবলার। সে বিশেষ একজন ফুটবলার যার সঙ্গে অন্য কারো তুলনা করা যায় না। ’

মেসি আরও বলেন, ‘ফুটবল বিশ্বে অনেক সেরা খেলোয়াড় রয়েছেন। তবে রুনির মাঝে ব্যতিক্রমী গুনাগুন ও দারুণ কিছু দক্ষতা রয়েছে। আমার বিপক্ষ দলের ফুটবলার হিসেবে তাকে অসাধারণ মনে হয়েছে। ’

২০০৩ সালে ইংলিশ জাতীয় দলের হয়ে অভিষেক হয় রুনির। এখন পর্যন্ত ১০৭ ম্যাচে ৫০টি গোল করেছেন এ তারকা। এছাড়া বর্তমানে ম্যানইউ’র হয়ে খেলা এ স্ট্রাইকার এখন পর্যন্ত ৪৮৫ ম্যাচে ২৩৩টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।