ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ক্রুইফের বিদায়, আসছেন ইতালিয়ান লোপেজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ক্রুইফের বিদায়, আসছেন ইতালিয়ান লোপেজ ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের ফুটবলে শেষ হল ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ অধ্যায়। ডাচ অধ্যায় শেষে বাংলাদেশের ফুটবলের পালে ইতালিয়ান ফুটবলের হাওয়া লাগতে যাচ্ছে।

এবারে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আসছেন ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। চার মাসের অন্তবর্তীকালীন কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফের নীতিনির্ধারকরা বৃহম্পতিবার (১০ সেপ্টেম্বর)  লোপেজকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে ডি ক্রুইফকে চূড়ান্ত বিদায় দেয় বাফুফে।

২০১৩ সালের জুনে দুই বছরের জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ডি ক্রুইফ। জানা যায়, বিদায় নেওয়া ডাচ কোচ বৃহস্পতিবার সকালে নিজ দেশে ফিরে গেছেন।

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়া আর জর্ডানের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ডি ক্রুইফকে সরিয়ে দেওয়ার গুঞ্জন উঠে। অজিদের বিপক্ষে বাংলাদেশ ৫-০ গোলে হারে আর জর্ডানের বিপক্ষে নিজেদের মাটিতে ৪-০ গোলে পরাজিত হয় ডি ক্রুইফের শিষ্যরা।

বৃহস্পতিবার দুপুরে বৈঠকে বসে বাফুফের নীতিনির্ধারকরা  লাল-সবুজের জার্সিধারীদের জন্য ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজের নাম ঘোষণা করেন।

লোপেজকে আপাতত চার মাসের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে।

নতুন কোচ লোপেজের সাথে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করেছে বাফুফে।

৪২ বছর বয়সী ফ্যাবিও লোপেজ খেলোয়াড়ি জীবনে ছিলেন একজন গোলরক্ষক। কোচিং ক্যারিয়ারে তিনি এএস রোমার একাডেমিতে দায়িত্ব পালন করেন। এছাড়া লিথুয়ানিয়ার পেশাদার ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন লোপেজ। কোচিং ক্যারিয়ারে তিনি আরও দায়িত্ব পালন করেন এফকে সিয়াউলিয়াই, মালয়েশিয়ার সুপার লিগের দল সাবাহ এফএ, মেদান আর বিজি স্পোর্টস ক্লাবের।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।