ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রোনালদোর নামে সুগন্ধি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
রোনালদোর নামে সুগন্ধি ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবলের পাশাপাশি ব্যবসায় মনোযোগী হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার নামে বাজারে এলো নতুন সুগন্ধি।

যার নাম ‘ক্রিস্টিয়ানো রোনালদো লিগ্যাসি’।

নিজের টুইটার অ্যাকাউন্টে একটি বিজ্ঞাপনচিত্রের ভিডিও আপলোড করেন রোনালদো। সেখানে দেখা যায়, একজন নারীর আকর্ষণ কাড়তে তিনি গলায় সুগন্ধি স্প্রে করছেন।

এর আগে এ বছরের শুরুতে রোনালদো ‘সি আর সেভেন’ নামে আন্ডারওয়্যার উন্মোচন করেন। এবার প্রথমবারের মতো সুগন্ধিও বাজারে ছাড়লেন। তবে পারফিউমটি কেমন সুগন্ধ ছড়াবে তা উল্লেখ করা হয়নি।

এক ঘোষণায় রোনালদো বলেন, ‘ছোটবেলা থেকেই আমার এ ধরণের কিছু করার ইচ্ছা ছিল। সুগন্ধির মধ্যে নিজের নাম থাকায় অামি খুবই খুশি। যারা ক্রিস্টিয়ানোকে পছন্দ করে, তারা এটি ব্যবহার করে অন্তত আমরা উপস্থিতি অনুভব করবে। ’

এদিকে, লা লিগায় রিয়ালের হয়ে দুই ম্যাচ খেলেও এখনো গোলের দেখা পাননি রোনালদো। তবে নতুন সুগন্ধির ঘ্রাণে গোলখরা কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনবারের বর্ষসেরা এ ফরোয়ার্ড। এসপানিওলের বিপক্ষে শনিবারের (১২ সেপ্টেম্বর) ম্যাচেই তার অপেক্ষার অবসান ঘটতে পারে!

সুগন্ধির ভিডিও

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।