ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

কলকাতায় আসছেন ইংলিশ দলপতি রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
কলকাতায় আসছেন ইংলিশ দলপতি রুনি ছবি : সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মাত্রই নাম লিখিয়েছেন ওয়েন রুনি। ইংলিশদের অভিজ্ঞ এ তারকা এবারে আসছেন ভারতে।

তবে, খেলতে নয়, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রচারণায় অংশ নিতে ভারত সফরে আসবেন রুনি।

এ বিষয়টি নিশ্চিত করেছেন আইএসএলের অ্যাতলেটিকো দ্য কলকাতার মালিক ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

গাঙ্গুলি জানিয়েছেন, কলকাতায় রুনি আসবেন নভেম্বরে। তবে, ঠিক কোন তারিখে আসবেন সেটা তার এজেন্ট এখনও জানাননি।

আয়োজকদের মারফত জানা যায়, ১২ নভেম্বর কলকাতায় আসার কথা জানিয়েছেন রুনি। কিন্তু, ১৩ নভেম্বর স্পেনের বিপক্ষে ফিফা স্বীকৃত আন্তর্জাতিক প্রীতিম্যাচ রয়েছে ইংল্যান্ডের। এছাড়া ১৭ নভেম্বর ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবেন রুনি। এ কারণে ১২ নভেম্বর নাও আসতে পারেন তিনি। দুই-একদিন পিছিয়ে কলকাতার মাটিতে পা রাখতে পারেন ইংলিশ অধিনায়ক।

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা রুনি ইংলিশ ক্লাবটি থেকে ছুটি পাবেন নভেম্বরে। নভেম্বরের ৮ তারিখ হতে ২০ তারিখ পর্যন্ত দেশের হয়ে খেলা এবং বিশ্রামের জন্য ছুটি পাবেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।