ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন হলেন ইভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
অপরাজিত চ্যাম্পিয়ন হলেন ইভা ছবি : সংগৃহীত

ঢাকা: প্রাক্তন জাতীয় মহিলা দাবা খেলোয়াড় বেগম লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৮ম বেগম লায়লা আলম আন্তর্জাতিক রেটিং মহিলা দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন।

ইভা ৫ খেলায় ৪ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করেন।



চূড়ান্ত রাউন্ড শেষে ৪জন খেলোয়াড় ৪ পয়েন্ট করে পান। টাইব্রেকিং পদ্ধতিতে ইভা চ্যাম্পিয়ন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ রানার-আপ, বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন তৃতীয় এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফারজানা হোসেন এ্যানি চতুর্থ স্থান লাভ করেন।

সাড়ে তিন পয়েন্ট নিয়ে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা পঞ্চম, তিন পয়েন্ট করে নিয়ে জাহানারা হক রুনু ষষ্ঠ, জান্নাতুল ফেরদৌস সপ্তম, দেবযানা আহমেদ অষ্টম এবং নওশিন আঞ্জুম নবম স্থান লাভ করেন। আড়াই পয়েন্ট নিয়ে নৌবাহিনীর প্রতিভা তালুকদার দশম স্থান লাভ করেন।

৫ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ২১জন খেলোয়াড় অংশ নেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে খেলা শেষে বাংলাদেশ টেলিভিশনের বার্তা পরিচালক জনাব নাসির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

এদিকে, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বুরু বাংলাদেশ ও সৃষ্টি এডুকেশন ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) হতে প্রথমবারের মতো টাঙ্গাইল প্রেস ক্লাব অডিটোরিয়ামে শুরু হচ্ছে টাঙ্গাইল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা।

সকলের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী খেলোয়াড়দের নির্ধারিত এন্ট্রি ফিসহ শুক্রবার দুপুর ১২টার মধ্যে খেলার কক্ষে নাম জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার, ফিদে মাস্টার মহিলা আন্তর্জাতিক মাস্টার ও রেটিং প্রাপ্ত দাবা খেলোয়াড় ও ভারতের রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার খেলা ৫ দিন ব্যাপী ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।