ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আবারও রোনালদোর এগিয়ে যাওয়ার সুযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আবারও রোনালদোর এগিয়ে যাওয়ার সুযোগ ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় আগের ম্যাচে মাত্র দুটি গোল করতে পারলেই রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডকে ছুঁয়ে ফেলতেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গ্রানাডার বিপক্ষে সেই ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছিল গ্যালাকটিকোরা।

গোলটি করেছিলেন করিম বেনজেমা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে লিগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ে বিপক্ষে মাঠে নামছে রিয়াল। আর এ ম্যাচেই হয়ত সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ধরে ফেলবেন পর্তুগিজ অধিনায়ক।

বিলবাওয়ের ঘরের মাঠ সান মামেস ব্যারিয়াতে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামবে রিয়াল ও বিলবাও।

এদিকে মৌসুমের শুরুতে খানিকটা ধীর গতিতে ছিলেন রোনালদো। তবে সময় যতই গড়িয়েছে ততই আক্রমণাত্বক হয়ে উঠেছেন তিনি। এসপানিওলের বিপক্ষে রিয়ালের ৬-০ গোলে জয়ের ম্যাচে একাই করেছেন পাঁচ গোল। বেনজেমার করা অন্য গোলটিতেও সহায়তা করেছেন তিনি। পরবর্তীতে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শাখতার দোনেস্কের বিপক্ষে করেন হ্যাটট্রিক।

লস ব্ল্যাঙ্কসদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩২৩টি গোল করে সবার ওপরে আছেন দলটির সাবেক কিংবদন্তি স্ট্রাইকার রাউল গঞ্জালেস। তবে স্প্যানিশ তারকা রাউল সর্বোচ্চ গোলদাতা হতে খেলেছেন ৭২৩টি ম্যাচ। কিন্তু ৩২১ গোল করা সিআর সেভেন খ্যাত রোনালদো খেলেছেন মাত্র ৩০৫টি ম্যাচ।

এ ম্যাচের আগে রিয়াল ও বিলবাওয়ের সর্বশেষ পাঁচবারের দেখায় রাফায়েল বেনিতেজের শিষ্যরাই এগিয়ে। তিনবার জিতেছে রিয়াল। আর একটি ম্যাচে জিতেছে বিলবাও। ‍অপর  ম্যাচটি ড্র হয়েছে । তবে দু’দলের সর্বশেষ দেখায় গত মৌসুমে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছিল বিলবাও।

২০১৫-১৬ মৌসুম অবশ্য রিয়াল ভালোই এগুচ্ছে। নিজেদের সর্বশেষ পাঁচ খেলার চারটিতেই জয় পেয়েছে। অন্য ম্যাচটি ড্র হয়েছে। পাশাপাশি বিলবাও নিজেদের সর্বশেষ পাঁচ খেলার তিনটি জয়ের বিপরীতে দুটিতে হেরেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।