ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বাতের বিপক্ষে রোমার লজ্জা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
বাতের বিপক্ষে রোমার লজ্জা

ঢাকা: বাতে বরিসভের কাছে হেরে বসেছে ‘ই’ গ্রুপের ফেভারিট ইতালিয়ান জায়ান্ট দল রোমা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ম্যাচে বেলারুশের ক্লাবটির কাছে ৩-২ গোলে হেরেছে রোমা।



প্রথমার্ধেই রোমার জাল কাঁপিয়ে তিনটি গোল করে বাতে। নিজেদের প্রথম ম্যাচে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের কাছে ৪-১ গোলে হারা বাতে এ ম্যাচে প্রথম থেকেই চেপে ধরে রোমাকে।

ম্যাচের অষ্টম মিনিটে গোল করে স্বাগতিক হিসেবে খেলতে নামা বাতেকে এগিয়ে নেন স্ট্যাসেভিচ। ম্যাচের ১২ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন ম্লাদেনোভিচ। আর নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটিও করেন ম্লাদেনোবিচ। খেলার ৩০ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনাকে রুখে দেওয়া রোমা এ ম্যাচের দ্বিতীয়ার্ধে গোল দুটি আদায় করে নেয়। ৬৬ মিনিটে দলের ব্যবধান কমান গার্ভিনহো। আর দলের দ্বিতীয় গোলটি করেন তোরোসিদিস (খেলার ৮২ মিনিটের মাথায়)।

নির্ধারিত সময় শেষে বরিসভের মাঠ থেকে ৩-২ গোলের পরাজয় নিয়ে পয়েন্ট খোয়াতে হয় রোমাকে।

বাংলাদেশ সময়: ০৩৩৬ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।