ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

টানা ম্যাচ হেরে তলানিতে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
টানা ম্যাচ হেরে তলানিতে আর্সেনাল

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের ফেভারিট আর্সেনাল চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় ম্যাচেও হেরেছে। চরম নাটকীয়তার ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে জয় তুলে নিতে পারেনি আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

গানারদের ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে অলিম্পিয়াকোস। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেও কোনো পয়েন্ট অর্জন করতে না পারা আর্সেনালের অবস্থান টেবিলের তলানিতে।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের নিয়মিত গোলরক্ষক পিতর চেকের অনুপস্থিতিতে গোলবারের নিচে দায়িত্ব নিয়ে মাঠে নামেন ডেভিড অসপিনা। কিন্তু তার ব্যর্থতায় আত্মঘাতী গোলের সুবাদে জয় তুলে নেয় অতিথিরা।

ম্যাচের ৩৩ মিনিটে অলিম্পিয়াকোসের পারদো গোল করে দলকে লিড পাইয়ে দেন। দুই মিনিট পরেই সমতায় ফেরে স্বাগতিক আর্সেনাল। দলকে সমতায় ফেরাতে গোল করেন থিও ওয়ালকট। প্রায় ৫ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের আসরে গোল পেলেন ওয়ালকট। তাকে সহায়তা করেন অ্যালেক্সিজ সানচেজ।

৪০ মিনিটে ঘটে যায় আর্সেনালের দুঃখের ঘটনা। প্রতিপক্ষের কর্নার কিক থেকে উড়ে আসা বল গ্লাভসবন্দি করার পর নিজের নিয়ন্ত্রণ নিতে না পারলে ঢুকে যান গোলবারের ভেতরে। তবে, তার আগেই বল গোললাইন অতিক্রম করায় আত্মঘাতী গোল হিসেবে ২-১ গোলে এগিয়ে যায় অলিম্পিয়াকোস।

২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া অতিথিদের আবারো ভয় ধরিয়ে দেয় আর্সেনাল। পিছিয়ে থেকে গোল পরিশোধের জন্য মরিয়া আর্সেনাল ম্যাচের ৬৫ মিনিটে আরেকবার সমতায় ফেরে। ওয়ালকট-সানচেজের দারুণ বোঝাপড়ায় দ্বিতীয় সমতাসূচক গোলটি করেন কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলির সানচেজ। ওয়ালকটের বাড়ানো বলে হেড করে গোলটি করেন এ চিলিয়ান।

এক মিনিট পরেই অবশ্য আরেক বার লিড নেয় অলিম্পিয়াকোস। পারদোর অ্যাসিস্ট থেকে গোল করেন ফিনবোগাসন। ম্যাচের বাকি সময়ে আর সমতায় ফেরা হয়নি আর্সেনালের। ফলে, নির্ধারিত সময়ে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথি অলিম্পিয়াকোস।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।