ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগে ফিরবেন ইব্রা-পাস্তোরে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
চ্যাম্পিয়নস লিগে ফিরবেন ইব্রা-পাস্তোরে ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরির কারণে এখনো ফ্রেঞ্চ লিগের নতুন মৌসুমে মাঠে নামেননি জ্লাতান ইব্রাহিমোভিচ ও হাভিয়ের পাস্তোরে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বোর্ডেক্সের মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।



এ ম্যাচেও দলের অন্যতম ‍দুই সেরা তারকাকে ছাড়াই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায়।

তবে ইনজুরি কাটিয়ে পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগে ফিরতে পারেন ইব্রাহিমোভিচ, পাস্তোরে। মঙ্গলবার রাত পৌনে ১টায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইডিশ ক্লাব মালমোর মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা।

এ মৌসুমে এখন পর্যন্ত লিগের চার ম্যাচের সবকটিতেই জয় পায় পিএসজি। এবার ইউরোপ সেরার আসরে চোখ রাখছে লঁরা ব্লাঁর শিষ্যরা।

পিএসজি কোচ লঁরা ব্লাঁ বলেন, ‘বোর্ডেক্সের বিপক্ষে ইব্রার খেলার সম্ভাবনা থাকলেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। পাস্তোরে ইনজুরি কাটিয়ে উঠছে। অনুশীলনে সে বেশ স্বাচ্ছন্দ বোধ করছে। দু’জনই চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে দলে ফিরতে পারে। ’

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।