ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

অভিক অপরাজিত চ্যাম্পিয়ন, জান্নাত জিশা প্রথম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৫
অভিক অপরাজিত চ্যাম্পিয়ন, জান্নাত জিশা প্রথম অভিক সরকার / ছবি: সংগৃহীত

ঢাকা: ইউনিয়ন ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ইউনিয়ন ইনসিওরেন্স ৩৫তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৫ এ ময়মনসিংহের অভিক সরকার অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। অভিক ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা নিশ্চিত করেন।



একই পয়েন্ট পেয়ে জাতীয় সাব-জুনিয়র চ্যাম্পিয়ন পিরোজপুরের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রানার-আপ হয়েছেন। অভিক ও ফাহাদের পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকিং পদ্ধতির সাহায্য নিয়ে তাদের স্থান নির্ধারণ করা হয়।

সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে অনতা চৌধুরী তৃতীয় ও বরগুনার ইকরামুল হক সিয়াম চতুর্থ স্থান লাভ করেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে আব্দুল্লাহ আল-সাইফ পঞ্চম, সিরাজগঞ্জের মোঃ নাঈম হক ষষ্ঠ, বরিশালের কিংশুক দাস সপ্তম এবং মোহাম্মদ সাজিদ বিন জাহিদ অষ্টম হন।

বালিকাদের মধ্যে সাড়ে চার পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জোহরাতুল জান্নাত জিশা প্রথম, নারায়ণগঞ্জের ফাতেমাতুজ জোহরা শ্রাবনী দ্বিতীয় ও বাংলাদেশ নৌবাহিনীর প্রতিভা তালুকদার তৃতীয় স্থান অর্জন করেন।

সাত রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ ইভেন্টে ঢাকা শহর এবং ১৭টি জেলা হতে আগত ৪৮জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

এদিকে, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে প্রথমবারের মতো শুরু হয়েছে টাঙ্গাইল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। জাতীয় সংসদ সসদ্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঢাকা মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, লিনাইনের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার মাস্টার মোহাম্মদ জাবেদ, তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ও গোলাম মোস্তফা ভূঁইয়া, জুনিয়র চ্যাম্পিয়ন বশির মেমোরিয়ালের অভিক সরকার, ভারতের রেটিংপ্রাপ্ত খেলোয়াড় অনুসতপ বিশ্বাস, মনোদীপ ধর, অভিষেক সরকার ও শুতশ্রি রায়সহ ৮১জন খেলোয়াড় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

প্রতিযোগিতার খেলা ৫ দিন ব্যাপী ৮ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।