ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

গৃহহীনদের নিয়ে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
গৃহহীনদের নিয়ে বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসর

ঢাকা: নেদারল্যান্ডসের আমস্টারডামে শুরু হতে যাচ্ছে গৃহহীনদের বিশ্বকাপ ফুটবলের জমজমাট আরেকটি আসর। আন্তর্জাতিক এ আসরে বিশ্বের বহু দেশ অংশ নিচ্ছে।

এবারের আসরে একই গ্রুপে রয়েছে আর্জেন্টিনা-ব্রাজিল। এছাড়া অংশ নিয়েছে জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড, ভারত, চিলি, রাশিয়া আর ফ্রান্সের মতো দেশ।

ভিন্নধর্মী এ টুর্নামেন্টটি প্রথম আয়োজন করা হয় অস্ট্রিয়ায়, ২০০৩ সালে। এরপর থেকে প্রতিবছর এটি আয়োজিত হয়ে আসছে। নেদারল্যান্ডসে ১৩তম আসরে ম্যাচগুলো শুরু হবে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে। এ টুর্নামেন্টটি শেষ হবে ১৯ সেপ্টেম্বর।

নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে গৃহহীনদের নিয়ে ভিন্নধর্মী এ টুর্নামেন্টের ম্যাচগুলোর কিছু নিয়ম রয়েছে। প্রতিটি দলের হয়ে ৮জন ফুটবলার, কোচ, ম্যানেজার ডাচ ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে, প্রতি ম্যাচে চারজন করে ফুটবলার মাঠে নামতে পারবেন।

গৃহহীনদের মানসিকভাবে উৎফুল্ল রাখতে ও জীবনযাত্রা পরিবর্তনে অনুপ্রেরণা যোগাতে আয়োজিত এ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ হয়ে থাকে ১৪ মিনিটের। প্রথমার্ধে ৭ মিনিট ও দ্বিতীয়ার্ধে ৭ মিনিট করে খেলা পরিচালনা করা হয়। বিরতির মাঝে এক মিনিটের বিশ্রাম দেওয়া হয়।

প্রতিটি ম্যাচে একজন করে খেলোয়াড়কে গোলবারের নিচে দাঁড়াতে হয়। বাকি তিনজন মাঠে থাকেন। ছেলে এবং মেয়েরা আলাদা শিরোপার জন্য অংশ নিতে পারেন। তবে, ছেলেদের দলে চাইলে মেয়েরাও অংশ নিতে পারবেন।

জয়ী দল পূর্ণ তিন পয়েন্ট করে পেয়ে থাকে। হেরে গেলে কোনো পয়েন্ট থাকছেনা। ম্যাচ ড্র হলে তা গড়াবে পেনাল্টি শুটআউটে। তবে, পেনাল্টি শুটআউটে জয়ী দল পাবে দুই পয়েন্ট।

ঘরহারা মানুষদের নিয়ে এ টুর্নামেন্টটি এর আগে কোপেনহেগেন, কেপটাউন, মেলবোর্ন, মিলান, রিও ডি জেনিরো, প্যারিস, মেক্সিকো সিটি, সান্তিয়াগোতেও অনুষ্ঠিত হয়েছিল।

এবারের টুর্নামেন্টে আমস্টারডামের মিউজিয়াম স্কয়ারে দেশগুলো লড়বে ৬৪টি দলে ভাগ হয়ে।

গ্রুপ-এঃ ব্রাজিল, রোমানিয়া, আর্জেন্টিনা, ওয়েলস, কম্বোডিয়া, নাইজেরিয়া।

গ্রুপ-বিঃ মেক্সিকো, নামিবিয়া, জার্মানি, দক্ষিণ আফ্রিকা, বেলজিয়াম, দক্ষিন কোরিয়া।

গ্রুপ-সিঃ বসনিয়া ও হার্জেগোভিনা, লিথুয়ানিয়া, হাঙ্গেরী, নরওয়ে, যুক্তরাষ্ট্র, সুইডেন।

গ্রুপ-ডিঃ ইন্দোনেশিয়া, কোস্টারিকা, ইতালি, স্লোভেনিয়া, চেক প্রজাতন্ত্র, কানাডা।

গ্রুপ-ইঃ চিলি, বুলগেরিয়া, স্কটল্যান্ড, হংকং, ফিলিপাইন, ইসরাইল।

গ্রুপ-এঃফ পর্তুগাল, আয়ারল্যান্ড, ডেনমার্ক, ইউক্রেন, সুইজারল্যান্ড, গ্রেনাডা।

গ্রুপ-জিঃ রাশিয়া, নেদারল্যান্ডস, ফ্রান্স, নর্দার্ন আয়ারল্যান্ড, ভারত, ফিনল্যান্ড।

গ্রুপ-এইচঃ পোল্যান্ড, অস্ট্রিয়া, পেরু, গ্রীস, ইংল্যান্ড, জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।