ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জয়ই টার্গেট অতিথি রিয়ালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
জয়ই টার্গেট অতিথি রিয়ালের ছবি: সংগৃহীত

ঢাকা: অপেক্ষাকৃত দুর্বল দল এসপানিওলের বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ ফেভারিট রিয়াল মাদ্রিদ। রাফায়েল বেনিতেজের শিষ্যদের এ ম্যাচে লক্ষ্য পূর্ণ তিন পয়েন্ট।

অতিথি হয়ে মাঠে নামবে রিয়াল।

বাংলাদেশ সময় শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টায় মাঠে নামবে ক্রিস্টিয়ানো রোনালদো বাহিনী।

গত মৌসুমে কোনো শিরোপার দেখা মেলেনি রিয়াল শিবিরে। এ মৌসুমে নতুন ক্লাব স্পোর্টিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্র করে চলতি আসর শুরু করে বেনিতেজ শিষ্যরা। গোলখরা সঙ্গী করে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় রিয়াল। জেমস রদ্রিগেজ ও গ্যারেথ বেলের জোড়া গোলে ৫-০ গোলে রিয়াল বেটিসকে উড়িয়ে দেয় তারা।

রিয়ালের ফুলব্যাক দানিলোকে এ ম্যাচে মাঠে নামাতে পারছেন না বেনিতেজ। এছাড়া চোটের কারণে থাকছেন না কলম্বিয়ান তারকা স্ট্রাইকার জেমস রদ্রিগেজ। তারপরও পূর্ণশক্তির দল নিয়ে মাঠে নামতে চায় লা গ্যালাকটিকোরা। রিয়ালকে সামনে থেকে নেতৃত্ব দেবেন রোনালদো, করিম বেনজেমা আর গ্যারেথ বেল।

অন্যদিকে গেটাফেকে হারিয়ে লিগ শুরু করা এসপানিওল পরের ম্যাচে ভিয়ারিয়ালের কাছে হেরে বসে। লা লিগার তৃতীয় ম্যাচটি তাই স্বাগতিকদের জন্য হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার লড়াই।

২০০৭ সালের অক্টোবরে সর্বশেষ লা লিগার আসরে রিয়ালের বিপক্ষে জয় পায় এসপানিওল। স্প্যানিশ এ লিগে লা গ্যালাকটিকোদের বিপক্ষে শেষ ১৫ ম্যাচের কোনোটিতেই জয় পায়নি দলটি। তিনটি ম্যাচে ড্র করলেও রিয়ালের বিপক্ষে ১২টি ম্যাচ হেরেছে এসপানিওল।

সর্বশেষ ৫ ম্যাচের একটি হার, দুটিতে জয় আর দুটি ম্যাচে ড্র করেছে রিয়াল। অপরদিকে, দুটি ম্যাচে জয় পাওয়া এসপানিওল দুটি ম্যাচে হেরেছে, একটি ম্যাচে ড্র করেছে। তবে, দুই দলের শেষ ৫ বারের দেখায় ৫টিতেই জয় পেয়েছে রিয়াল।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।