ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইংলিশ জায়ান্টদের এগিয়ে যাওয়ার লড়াই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
ইংলিশ জায়ান্টদের এগিয়ে যাওয়ার লড়াই ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ারের যুদ্ধ আবারো মাঠে গড়াতে যাচ্ছে। শনিবার বিকেল থেকেই শুরু হচ্ছে ইংলিশ জায়ান্টদের এগিয়ে যাওয়ার লড়াই।

আজ বিকেলে আর রাতে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, লিভারপুল আর ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ফেভারিট দলগুলো।

বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। ব্লুজদের প্রতিপক্ষ এভারটন। চার রাউন্ড শেষে এখনও টেবিলের ১৩ নম্বরে পড়ে আছে হোসে মরিনহোর চেলসি। গুডিসন পার্কে আতিথ্য নেবে ৪ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করা চেলসি।

ইপিএলে নিজেদের গুরুত্বপূর্ন ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেস ও ম্যানচেস্টার সিটি। শক্তির বিচারে যোজন যোজন পার্থক্য থাকলেও আজকের ম্যাচে দল দুটি পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে থেকে মাঠে নামবে। আগের চার ম্যাচেই জয় পাওয়া সিটিজেনরা সর্বোচ্চ ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর গত ম্যাচেই চেলসিকে হারানোর সুখস্মৃতি নিয়ে ৯ পয়েন্ট অর্জন করে টেবিলে দুই নম্বরে রয়েছে ক্রিস্টাল প্যালেস।

শনিবার রাত ৮টায় আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল মাঠে নামবে স্টোকসিটির বিপক্ষে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে টেবিলের ছয় নম্বরে থেকে গানাররা মাঠে নামবে।

রাত সাড়ে দশটায় প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। ম্যানইউয়ের ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে হাইভোল্টেজ এ ম্যাচের দিকে আলাদা নজর থাকবে সকলের। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে রেডডেভিলসরা টেবিলের পাঁচ নম্বরে থাকলেও সমান ম্যাচ আর পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে অলরেডসরা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।