ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

হতাশ মরিনহো আশাবাদী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
হতাশ মরিনহো আশাবাদী ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে চ্যাম্পিয়ন হয় চেলসি। তবে চলতি মৌসুমে শুরুটা মোটেও ভালো হয়নি ব্লুজদের।

প্রায় প্রতি ম্যাচেই হোঁচট খেতে হচ্ছে দলটিকে।

চার ম্যাচে যেখানে দলটির সম্ভাব্য ১২ পয়েন্ট পাওয়ার কথা ছিল, সেখানে মাত্র চার পয়েন্ট অর্জন করেছে চেলসি। তাই দলের এমন বাজে পারফর্মে হতাশ কোচ হোসে মরিনহো।

সমালোচানায় বিদ্ধ স্পেশাল ওয়ান স্ট্যামফোর্ড ব্রিজ থেকে তার বরখাস্তের ব্যাপারটি উড়িয়ে দিয়েছেন।

মরিনেহো বলেন, ‘আমি দলের পারফর্মে মোটেই সন্তুষ্ট নই। সময়টা নিজেদের ভালো যাচ্ছেনা বলে এ মুহূর্তে দলের হারই আমাকে মেনে নিতে হচ্ছে। কখনো কখনো দলে অনেক পরিবর্তনও আনতে হচ্ছে। ’

তিনি ‍আরো বলেন, ‘এখন আমি দলে আর কোনো পরিবর্তন আনতে চাই না। আবারও বলছি আমি খুশী না। আমি আগের থেকে আরো কঠোর পরিশ্রম করতে চাই। দলের প্রত্যেক ফুটবলারদের বিশ্বাস করি। তেমনি ফুটবলারও আমাকে বিশ্বাস করে। আমি আরও জানি আমরা এই অবস্থাকে পেছনে ফেলতে পারবো, আমি সে ব্যাপারে আশাবাদী। ’

২০০৭ সালে মরিনহোর অধীনে চেলসি শুরুটা বাজে করে। আর সেবার তাকে দল থেকে বরখাস্ত হতে হয়েছিল। তবে এবারে ইতিহাস বদলাতে চান সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

শনিবার (১২ সেপ্টেম্বর) প্রিমিয়ার লিগে নিজেদের পঞ্চম ম্যাচে এভারটনের বিপক্ষে মাঠে নামবে চেলসি।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।