ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রিয়াল মাদ্রিদ ৬, রোনালদো ৫, এসপানিওল শূন্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
রিয়াল মাদ্রিদ ৬, রোনালদো ৫, এসপানিওল শূন্য ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুমে ‘গোলখরা’ ট্যাগ গায়ে লেপ্টে গিয়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। মৌসুমের শুরুর ম্যাচেও গোলশূন্য ড্র করেছিল দুর্বল ক্লাব স্পোর্টিং গিজনের বিপক্ষে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে সেই সমালোচনার জবাব দিয়েছে লা গ্যালাকটিকোরা। সমালোচনায় অতিষ্ট রাফায়েল বেনিতেজের শিষ্যরা মৌসুমের তৃতীয় ম্যাচেও যেন নিজেদের ভয়ঙ্কর রুপ দেখিয়ে দিতে মাঠে নেমেছিল।

অতিথি হয়ে খেলতে নামা ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়াল এসপানিওলকে গুঁড়িয়ে দিয়েছে। ৬-০ গোলের বিশাল জয় তুলে নিয়েছে বেনিতেজ শিষ্যরা।

দলের হয়ে পর্তুগিজ তারকা রোনালদো একাই করেন ৫টি গোল।

ম্যাচের শুরুতে বেনিতেজ মাঠে নামিয়েছিলেন কেইলর নাভাস, কারভাজাল, পেপে, রামোস, মার্সেলো, ক্যাসেমিরো, মদ্রিচ, ইসকো, বেল, বেনজেমা আর রোনালদোকে।

ম্যাচের শুরু থেকেই এসপানিওলকে চেপে ধরে রিয়াল। খেলার ৭ মিনিটে মদ্রিচের অ্যাসিস্ট থেকে গোল করেন রোনালদো। ১৭ মিনিটে পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করেন পর্তুগিজ অধিনায়ক। হ্যাটট্রিক পূর্ণ করতে রোনালদোর বেশি সময় লাগেনি। মাত্র তিন মিনিট পরেই (ম্যাচের ২০তম মিনিট) ওয়েলস তারকা বেলের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি।

ম্যাচের ২৮ মিনিটে নিজে গোল না করলেও ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমাকে দিয়ে গোল করান রোনালদো। ফলে, রিয়াল ৪-০ গোলে এগিয়ে যায়।

প্রথমার্ধে এক হালি গোলে এগিয়ে থাকা লা গ্যালাকটিকোরা গোলের ক্ষুধা দমিয়ে রেখে বিরতিতে যায়।

বিরতির পর ম্যাচের ৬১ মিনিটে দলের পঞ্চম আর নিজের চতুর্থ গোলটি করেন রোনালদো। এবারেও তিনি বেলের সহায়তায় গোল করেন। ফলে, ৫-০ গোলের লিড নেয় রিয়াল। ২০ মিনিট পর আবারো রোনালদোর গোল। ম্যাচের ৮১ মিনিটে নিজের পঞ্চম আর দলের ষষ্ঠ গোলটি করেন তিনি। ভারকুয়েজের অ্যাসিস্ট থেকে গোলটি করেন রোনালদো।

ম্যাচের বাকি সময় আর কোনো গোল হয়নি। ফলে, রোনালদোর পাঁচ আর বেনজেমার এক গোল মিলিয়ে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।