ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জয় পেয়েছে ম্যানসিটি-আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
জয় পেয়েছে ম্যানসিটি-আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ম্যাচে জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল। ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে সিটিজেনরা।

আর স্টোকসিটিকে ২-০ গোলে হারিয়েছে গানাররা।

ইপিএলে নিজেদের গুরুত্বপূর্ন ম্যাচে মুখোমুখি হয় ক্রিস্টাল প্যালেস ও ম্যানসিটি। শক্তির বিচারে যোজন যোজন পার্থক্য থাকলেও এ ম্যাচে দল দুটি পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বরে থেকে মাঠে নামে। তবে, নিজেদের পঞ্চম ম্যাচে ক্রিস্টালকে হারিয়ে টানা পাঁচ ম্যাচ জিতে নিল ম্যানসিটি।

ম্যাচের পুরো ৯০ মিনিট চেষ্টা করেও দুই নম্বরে থাকা ক্রিস্টালের রক্ষণ ভেঙে গোল আদায় করতে পারেনি সার্জিও আগুয়েরো, সামির নাসরি, ইয়াইয়া তোরে, ফার্নান্দিনহোরা। বদলি হিসেবে নামা কেভিন ডি ব্রুইনও দলকে গোলের দেখা পাইয়ে দিতে পারেননি।

ম্যাচের ৮৯ মিনিটে উইলফ্রেড বনির বদলি হিসেবে ম্যানুয়েল পেল্লেগ্রিনি মাঠে পাঠান ইহিয়ানাচোকে। নাইজেরিয়ার অনূর্ধ্ব-২০ দলের ১৮ বছর বয়সী তরুণ এ স্ট্রাইকার লন্ডনের শেলহার্স্ট পার্কে উপস্থিত ২৫ হাজারেরও বেশি দর্শককে অবাক করে দিয়ে ম্যাচের ৯০ মিনিটের মাথায় দলের জয়সূচক গোলটি করেন।

এদিকে, থিও ওয়ালকট ও অলিভার জিরুদের নৈপুণ্যে নিজেদের মাঠে স্টোকসিটিকে হারিয়েছে আর্সেনাল। এ জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে জায়গা করে নেয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

ম্যাচের ৩১ মিনিটে মেসুত ওজিলের অ্যাসিস্ট থেকে প্রথম গোলটি করেন ওয়ালকট। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে সেটপিস থেকে সান্তি কাজোরলার বানানো বলে হেড করে দলের দ্বিতীয় গোলটি করেন জিরুদ। ফলে, ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা।

বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, ১২ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।