ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জ্বলে উঠার নমুনায় রোনালদোর রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
জ্বলে উঠার নমুনায় রোনালদোর রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে গোলের পর গোল করলেও কোনো শিরোপাই জুটেনি ক্রিস্টিয়ানো রোনালদোর কপালে। চলতি মৌসুমের দুটি ম্যাচ খেলে ফেললেও গোলের দেখা পাননি পর্তুগালের এ তারকা।

দেশের জার্সি গায়েও নেই কোনো সাম্প্রতিক সময়ের গোল।

নিজ দেশের হয়ে আলবেনিয়ার বিপক্ষে খেলতে নেমে মাঠে উপস্থিত দর্শকের ‘মেসি, মেসি’ ধ্বনিতে নিশ্চয়ই লজ্জা পেয়েছিলেন বর্তমান সময়ে আর্জেন্টাইন অধিনায়কের নিকটতম প্রতিদ্বন্দ্বী রোনালদো।

আর তাই হয়তো লা লিগায় নিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে স্বভাবসূলভ চোয়াল শক্ত করে নেমেছিলেন রোনালদো। এসপানিওলের বিপক্ষে ম্যাচে একাই করেছেন ৫ গোল, বেনজেমাকে দিয়ে করিয়েছেন এক গোল। দলকে জিতিয়েছেন ৬-০ গোলের ব্যবধানে। আর মেসির রেকর্ডে আবারো ভাগ বসিয়েছেন সিআর সেভেন খ্যাত রোনালদো।

শুধু শুধু রেকর্ডে ভাগ বসাননি রোনালদো। ম্যাচে ১৩ মিনিটের ব্যবধানে করেছেন হ্যাটট্রিক।

মৌসুমে প্রথমবারের মতো প্রতিপক্ষের জাল খুঁজে পেতে রোনলদোকে সময় নিতে হয় মাত্র ৭ মিনিট। সপ্তম মিনিটে প্রথম গোলের দেখা পাওয়া পর্তুগিজ অধিনায়ক পেনাল্টির সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের ১৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন।

২০ মিনিটের মাথায় আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। আর এর মধ্য দিয়ে মেসির পাশে গিয়ে বসেছেন তিনি। লিগ লা লিগায় মেসির সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডে ভাগ বসান রোনালদো।

গত বছরের মার্চে ২৪তম হ্যাটট্রিক করে রোনালদোর রেকর্ড কেড়ে নিয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি। আজ তা আবারো কেড়ে নিলেন রোনালদো।

ম্যাচের ২৮ মিনিটে বেনজেমাকে দিয়ে গোল করিয়ে নিজে আরও দুটি গোল করেন রোনালদো। খেলার ৬১ ও ৮১ মিনিটে গোল করেন মেসির কাছে ইউরোপ সেরার পুরস্কার হাতছাড়া করা রোনালদো।

জ্বলে উঠার নমুনা দেখাতে রোনালদো লিগে গোলের খাতা খুলেছেন ৫ গোল দিয়ে। সাথে গড়েছেন নতুন আরেকটি রেকর্ড। রাউলকে ছাড়িয়ে রোনালদোই এখন লিগে রিয়ালের সর্বোচ্চ গোলদাতা। তার গোল সংখ্যা গিয়ে দাঁড়াল ২৩০।

বাংলাদেশ সময়: ০২১১ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।