ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউ’র জয়

স্পোর্টম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউ’র জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিভারপুল। দুই ইংলিশ জায়ান্টদের ম্যাচে শেষ হাসি হেসেছে লুইস ফন গালের ম্যানইউ।

লিভারপুলকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটি।

ম্যানইউর তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। ম্যানইউর হয়ে গোল করেন ড্যানি ব্লাইন্ড, আন্দের হেরেরা আর অ্যান্তনি মার্শাল। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্টিয়ান বেনিতেক।

ম্যাচের ৪৯ মিনিটে ব্রেন্ডন রজার্সের শিষ্যদের রক্ষণ ভেঙে গোল করেন ব্লাইন্ড। হুয়ান মাতার ফ্রি-কিক থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন তিনি। ৭০ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন হেরেরা। জো গোমেজের ফাউলের কারণে পেনাল্টি লাভ করে ম্যানইউ। সে সুযোগকে কাজে লাগিয়ে দলের দ্বিতীয় গোলটি আসে।

এরপর গোল শোধ করতে মরিয়া লিভারপুল ম্যাচের ৮৪ মিনিটে ব্যবধান কমায়। দলের হয়ে প্রথম গোলটি করেন বেনিতেক। তবে, দুই মিনিট পর আবারো লিভারপুলের জালে বল জড়িয়ে যায়। ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে প্রায় সাড়ে ৭৫ হাজার দর্শককে সাক্ষী রেখে ম্যানইউয়ের হয়ে তৃতীয় গোলটি করেন মার্শাল। ফলে, ম্যাচ শেষে ৩-১ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

এ ম্যাচে প্রথমবারের মতো দলের হয়ে খেলতে নেমেছিলেন ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়া। চার বছরের নতুন চুক্তি নবায়ন করা এ গোলরক্ষক মৌসুমের প্রথম ম্যাচে নেমে দলকে জয় পেতে দেখলেন।

বাংলাদেশ সময়: ০৩০৯ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।