ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতার মূলপর্ব শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতার মূলপর্ব শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেলের পৃষ্ঠপোষকতায় তিনদিন ব্যাপী উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতার মূলপর্ব শুরু হয়েছে।

এবারের প্রতিযোগিতা ৬টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার ওজন শ্রেণিগুলো হল, ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি।

প্রতিটি ক্যাটাগরিতে প্রথম থেকে ষষ্ঠ স্থান অর্জনকারীদের পদক, সনদপত্র ও অর্থ পুরস্কার দেওয়া হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেড অব মার্সেল সাউথ- মতিউর রহমান ও হেড অব মার্সেল নর্থ- মোশাররফ হোসেন রাজীব। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ।

বাংলাদেশ সময়: ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।