ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

অপেক্ষা বাড়ালেন লোপেজের সহকারীরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
অপেক্ষা বাড়ালেন লোপেজের সহকারীরা ছবি: সংগৃহীত

ঢাকা: লোডভিক ডি ক্রুইফকে নিয়ে নাটক কম হয়নি। শেষ অবধি ডাচ কোচকে অব্যাহতি দিয়ে ইতালিয়ান ফ্যাবিও লোপেজকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

লোপেজের ডেপুটি হিসেবে আরো দু’জনের দায়িত্ব সেদিনই নিশ্চিত করেছিলেন বাফুফে কর্তারা।

তবে নিয়োগপত্র হাতে পেলেও কার্যত আনুষ্ঠানিক কাজ শুরু করতে পারছেন না অন্তর্বর্তীকালীন এই ইতালিয়ান। সহকারী দুই কোচ এখনো যে বাংলাদেশে আসেননি!

বিশ্বস্ত সূত্রে জানা গেছে এ যুগলের আসতে অন্তত আরও চারদিন সময় লাগবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় পা রাখার কথা ছিল লোপেজের দুই সঙ্গী, সহকারী কোচ কন্সটান্টিনো জুকারানি এবং ট্রেনার অ্যাঞ্জেলো প্যাভিয়ার।

শুক্রবার খবরটা দেওয়া হয়েছিল বাফুফের পক্ষ থেকে। অথচ দুই কোচ আসা প্রসঙ্গে রোববার বাফুফের গণযোগাযোগ কর্মকর্তা আহসান আহমেদ অমিত বললেন অন্য কথা, ‘বাকি দুই জন ইতালিয়ান কোচ কবে আসছেন এটা এখনও নিশ্চিত হয়ে বলতে পারছি না। ’ জানা গেছে ঢাকায় আসার প্রস্তুতিপর্ব এখনো শেষ করতে না পারার কারণেই লোপেজের দুই সহকারীর বিলম্ব হচ্ছে। তাই বলে হাত গুটিয়ে বসে নেই প্রধান কোচ লোপেজ।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ দেখেছেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থেকে। রণপরিকল্পনার অংশ হিসেবে ইতালিয়ান কোচের নারায়নগঞ্জ ও ফেনী জেলার যুবাদের এই শিরোপা লড়াই দর্শন।

এদিকে মঙ্গলবার থেকে ফের জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা। তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্যই মামুনুল-রায়হানদের এই ক্যাম্প শুরু হবে ৪০ জনের বিশাল এক দল নিয়ে। স্বদেশি কোচদ্বয়ের অনুপস্থিতির কারণে তাই কিছুটা হলেও সমস্যা হওয়ার কথা প্রধান কোচ লোপেজের।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
আরএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।