ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

হকি ক্যাম্প শুরু না হতেই বর্জন!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
হকি ক্যাম্প শুরু না হতেই বর্জন!

ঢাকা: ঘনিয়ে আসছে সাউথ এশিয়ান গেমস (এসএ) এবং অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ। মৌলিক দু’টি আসরকে সামনে রেখে রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে জাতীয় হকি দলের ক্যাম্প।

বাছাইয়ে প্রাথমিকভাবে ৪০ জন খেলোয়াড়কে রাখা হলেও রিপোর্টিংয়ে যোগ দিয়েছেন ২৫ জন।

আক্ষরিক অর্থে প্রথম দিনটা জিমি-চয়নদের জন্য শ্রেফ মিলনমেলার উপলক্ষ হয়ে থাকল। সতীর্থরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময়েই ব্যস্ত ছিলেন। তবে দীর্ঘ দিন পর টার্ফে ফিরতে পেরেই খুশি খেলোয়াড়েরা।

ঘরোয়া লিগ শুরু না হওয়ার আক্ষেপও ফুটে উঠেছে তাদের কণ্ঠে। জাতীয় দলের অধিনায়ক মামুনুর রহমান চয়ন তো বলেই দিয়েছেন, ‘লিগ শুরু না হওয়ায় খুব কষ্ট লাগছে। ’

খেলোয়াড়দের কষ্টটা শেষ পর্যন্ত ক্ষোভের বিষ্ফোরণই ঘটায়। রোববার সন্ধ্যার পর জিমি-কৌশিকরা ফেডারেশন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহকে ক্যাম্প বর্জনের চিঠি দিয়েছেন। অথচ সোমবার টার্ফে নামার কথা খেলোয়াড়দের।

এদিকে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ডরমেটরিতে আবাসন সঙ্কটের কারণে ক্যাম্পে ডাক পাওয়া অনেকেই সেখানে থাকার জায়গা পাচ্ছেন না। ফলে যাদের ঢাকায় থাকার ব্যবস্থা আছে তারা আপাতত সেখান থেকেই অনুশীলন করবেন। কিন্তু যারা রাজধানীর বাইরে থেকে এসেছেন তারা থাকবেন ডরমেটরিতে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
আরএস/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।