ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

প্রথম বিভাগ কাবাডি লিগের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
প্রথম বিভাগ কাবাডি লিগের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা

ঢাকা: সিজেকেএস সিভিও পেট্রোকেমিক্যাল প্রথম বিভাগ কাবাডি লিগে সুপার ফোরে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) চ্যাম্পিয়ন হয়েছে।

সুপার ফোরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম), শতদল ক্লাব, বাকলিয়া একাদশ প্রত্যেকে ৩ পয়েন্ট করে অর্জন করলেও গেম পয়েন্ট এভারেজে এগিয়ে থাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম) রানার্স আপ হয়।

সেই সাথে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল দুটি আগামী মৌসুমে প্রিমিয়ার কাবাডি লিগে উন্নীত হয়েছে।

লিগের ফেয়ার প্লে ট্রফি লাভ করে বাকলিয়া একাদশ এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) এর মঈন উদ্দীন।

লিগের শেষ দিনের খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল) ৫৭-৫৩ পয়েন্টে শতদল ক্লাবকে এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (চট্টগ্রাম) ৫১-৪৮ পয়েন্টে বাকলিয়া একাদশকে পরাজিত করে।

খেলা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক  আ.জ.ম নাছির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর হতে শুরু হয়ে ৩২টি দলের অংশগ্রহণে এই লিগে মোট ৬৬টি খেলা সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত হয়। আগামী ৫ অক্টোবর হতে পূর্ব নির্ধারিত ৮টি দলের অংশগ্রহণে প্রিমিয়ার বিভাগ কাবাডি লিগ শুরু হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।