ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চ্যাম্পিয়নস লিগের শুরুতেই অনিশ্চিত রুনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
চ্যাম্পিয়নস লিগের শুরুতেই অনিশ্চিত রুনি ছবি: সংগৃহীত

ঢাকা: হ্যামস্ট্রিং ইনজুরির কারণে লিভারপুলের বিপক্ষে শনিবারের (১২ সেপ্টেম্বর) হাইভোল্টেজ ম্যাচে দলে ছিলেন না ওয়েইন রুনি। এবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে সংশয় রয়েছে।



তবে ইংলিশ লিগে নিজেদের পরবর্তী ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে রুনির ফেরার সম্ভাবনা রয়েছে। এমনটিই নিশ্চিত করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন গাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ডাচ ক্লাব পিএসভির মুখোমুখি হবে ম্যানইউ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়। চারদিন পর (রোববার) রাত ৯টায় স্বাগতিক সাউদাম্পটনের বিপক্ষে ‍মাঠে নামবে রেড ডেভিলসরা।

অনুশীলনের সময় ইনজুরিতে ভোগায় অল রেডসদের বিপক্ষে দলের বাইরে ছিলেন রুনি। এক সাক্ষাৎকারে ফন গাল বলেন, ‘রুনি ইনজুরি আক্রান্ত। তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। সে দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ঝুঁকি নিতে চাইনি বলেই তাকে লিভারপুলের বিপক্ষে দলে রাখিনি। ’

ডাচ কোচ উল্লেখ করেন, ‘চ্যাম্পিয়নস লিগে পিএসভির বিপক্ষে রুনি খেলতে পারবে বলে মনে হয় না। কিন্তু এখনো তিনদিন বাকি। তাই গুরুত্বপূর্ণ এ ম্যাচটিতে সে মাঠে নামতে পারবে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। তবে আশা করা যাচ্ছে, সে সাউদাম্পটনের  বিপক্ষে দলে ফিরবে। ’

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।