ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের জার্সি উন্মোচন ছবি: সংগৃহীত

ঢাকা: ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের (ফুটবল দলের) জার্সি উন্মোচন হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ক্রিকেট খেলোয়াড় ও আম্বিয়া গ্রুপের ব্যবস্থপনা পরিচালক আবুল হাশেম রাজা।



প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান ভাল ফলাফল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং পরবর্তী পাঁচ মৌসুম মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্লুজের সকল ইভেন্টে জার্সি ও ট্র্যাকশ্যূট স্পন্সর করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল হাশেম রাজাকে চলতি মৌসুম হতে মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

চলতি সিজেকেএস প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্লুজের ফুটবল দল পরিচালনার জন্য বিশিষ্ট ব্যবসায়ী সোননেট গ্রুপের পরিচালক গাজী মোঃ শহীদুল্লাহকে ম্যানেজার, আবু সরোয়ার চৌধুরীকে উপদেষ্টা কোচ ও মোহাম্মদ নাছিরকে কোচের দায়িত্ব দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।